বাতিল হচ্ছে আধার কার্ড! নতুন কার্ড দেবে রাজ্য সরকার, মিলবে এই সব সুবিধা

Aadhar Card Alternative : লোকসভা নির্বাচনের আগে আধার কার্ড (Aadhaar Card) এখন চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বাংলাতে। পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জায়গাতে বেশ কিছু বাসিন্দার আধার কার্ড বাতিল হয়েছে। এই সংক্রান্ত নোটিশ এসে পৌঁছেছে তাদের কাছে। তারপর থেকেই নানা জল্পনা ছড়াতে শুরু করেছে। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নতুন কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন।

পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে, বিশেষ করে বর্ধমানের বেশ কিছু এলাকার বাসিন্দাদের কাছে আধার কার্ড বাতিল সংক্রান্ত নোটিশ এসেছে বলে অভিযোগ। ২৮ এ ধারাতে কেন্দ্র সরকার এই নোটিশ পাঠাচ্ছে বলে জানা যাচ্ছে। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণের মনে। আধার কার্ড বাতিল হলে নাগরিকত্ব খোয়াতে পারেন, এমনই আশঙ্কায় ভুগছেন অনেকে।

এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আধার কার্ড বাতিল হয়েছে বা হবে তাদের অভয় দিলেন। রবিবার সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠান মঞ্চে অংশ নিয়ে আধার কার্ড বাতিল সংক্রান্ত প্রসঙ্গের উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হবে। যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তারা সেখানেই অভিযোগ জানাতে পারবেন।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন অভিযোগ জানালে রাজ্য সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আধার কার্ড বাতিল হলেও রেশন পরিষেবা যাতে অব্যাহত থাকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার নবান্নেও আধারের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি গরিব মানুষেরা যাতে কোনও সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য ব্যবস্থা নেবে রাজ্য।

আরও পড়ুন : মাসে ১০০০ টাকা ভাতা, সঙ্গে চাকরি! লক্ষ্মীর ভান্ডারের থেকেও বড় ঘোষণা করলো রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী আরও বলেছেন আধার কার্ড বাতিল হলে রাজ্য সরকারের তরফ থেকে বিকল্প কার্ডের বন্দোবস্ত করা হবে। যারা পোর্টালে নাম নথিভুক্ত করবেন রাজ্য যথাসম্ভব তাদের পাশে থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য যে নতুন কার্ড দেবে সেই কার্ডের মাধ্যমে নাগরিকত্ব রক্ষা করা যাবে। সেই সঙ্গে লক্ষীর ভান্ডার, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সব সুবিধা পাওয়া যাবে এই কার্ড মারফত।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে হল দ্বিগুণ! এই দিন থেকে ডবল টাকা পাবেন মহিলারা

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে তার উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে তার আবেদন এই সমস্যার সমাধানের দ্রুত হস্তক্ষেপ করা হোক। নইলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। মুখ্যমন্ত্রীর দাবি বেছে বেছে মতুয়া, তপশিলি, সংখ্যালঘুদের আধার কার্ড বাতিল হয়েছে। তাহলে কি এই রাজ্যেও ডিটেনশন ক্যাম্প তৈরি করার চক্রান্ত করছে কেন্দ্র? প্রশ্ন তুলছেন মমতা।