নামমাত্র খরচে ঘুরে আসুন রাম মন্দির, হাওড়া থেকে স্পেশাল ট্রেন চালু করল রেল

Avatar

Published on:

Aastha Special Train To Ayodhya From Howrah Station To Visit Ram Mandir

Special Train To Ayodhya : এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় তীর্থস্থান হয়ে উঠেছে অযোধ্যা (Ayodhya)। ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন (Ram Mandir Inaugration) করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি থেকে শুরু করে অমিতাভ বচ্চন সহ একাধিক তারকা। ২৩ শে জানুয়ারি থেকেই মন্দির খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যাতে অযোধ্যায় আসতে কোনও অসুবিধা না হয় তার জন্য কেন্দ্রের (Central Government) তরফ থেকে চালু করা হল আস্থা স্পেশ্যাল ট্রেন (Aastha Special Train)।

চালু হল আস্থা স্পেশাল ট্রেন

সারা দেশের মানুষ যাতে অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে আসতে পারে তার জন্য ২০০টির বেশি আস্থা স্পেশাল ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই বিশেষ ট্রেন চালানো হচ্ছে সারা দেশ জুড়ে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহর, টায়ার ১ এবং টায়ার ২ শহর থেকে অযোধ্যার উদ্দেশ্যে এই ট্রেনগুলি রওনা হবে আগামী ১০০ দিন পর্যন্ত।

কী কী সুবিধা পাবেন যাত্রীরা?

রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশাল ট্রেন গুলির বুকিং কেবলমাত্র আইআরসিটিসি মাধ্যমে করা হবে। ট্রেনে খাবার নিয়ে কোনও সমস্যা হবে না। যাত্রীদের কেবলমাত্র নিরামিষ খাবার পরিবেশন করবে আইআরসিটিসি। এই স্পেশাল ট্রেনে রিজার্ভেশন, সুপারফাস্ট ফি, ক্যাটারিং ফি, সার্ভিস চার্জ এবং জিএসটির মতো চার্জ প্রযোজ্য থাকবে।

কত টাকা ভাড়া লাগবে?

এই প্রসঙ্গে বিজেপি সংসদ দিলীপ ঘোষ বলেন,” মাত্র ১৬০০ টাকায় রাম মন্দির দর্শনের ব্যবস্থা করে দিচ্ছে রেল। আগামী ২৯ শে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে শুরু হবে আস্থা স্পেশাল ট্রেন পরিষেবা।” দিলীপ ঘোষের এই মন্তব্য থেকে বোঝাই যাচ্ছে, দেশের অন্যান্য শহরের পাশাপাশি বাংলা থেকেও এই স্পেশাল ট্রেন রওনা হবে অযোধ্যার উদ্দেশ্যে।

অযোধ্যা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সারা দেশের লোক অযোধ্যায় আসতে চাইছে। এত লোক একসঙ্গে অযোধ্যায় এলে একটা বিরাট অব্যবস্থা তৈরি হবে সেখানে। এই অব্যবস্থার কথা মাথায় রেখে আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন। আয়োজকদের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকারও।”

আরও পড়ুন : ট্রেন লেট হলে ফেরত পাবেন টিকিটের পুরো টাকা, জানুন কীভাবে

হাওড়া স্টেশন থেকে কবে চালু হবে আস্থা স্পেশাল ট্রেন?

স্পেশাল ট্রেন সম্পর্কে বিজেপি সাংসদ বলেন, “বিভিন্ন রাজ্য থেকে শত শত আস্থা স্পেশাল ট্রেন চালানো হবে। ২২ তারিখের পর যাতে মানুষ রাম মন্দির দর্শন করতে পারে, সেই উদ্দেশ্যে ২৯ শে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন রওনা হবে অযোধ্যার উদ্দেশ্যে। আপাতত ৫ দিন ৫ টা ট্রেন ছাড়বে।”

আরও পড়ুন : ট্রেন টিকিটে কীভাবে পাবেন ৫৫% ছাড়? উপায় বলে দিলেন রেলমন্ত্রী

কীভাবে করবেন বুকিং?

যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা যাবেন তারা ১৬০০ টাকা টিকিট কেটে আগে জমা দেবেন। তারপর রেল পাস দেবে। ট্রেনে ওঠার পর বাড়ি ফেরা পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকবে রেলের। ট্রেনে থাকবে বাংলাভাষী ভলেন্টিয়ার। খাওয়া দাওয়া থেকে যাতায়াত সমস্ত ব্যবস্থা থাকবে। সারা ভারতবর্ষকে ৪ টি জোনে ভাগ করে আলাদা আলাদা রঙের পরিচয় পত্র দেওয়া হবে।”