Abhishek Banerjee Property : অভিষেক ব্যানার্জীর এত টাকার সম্পত্তি আসে কোথা থেকে? সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এর আগে বিচারপতি অমৃতা সিনহাও একই প্রশ্ন তোলেন আদালতে। রাজ্যে যেখানে একের পর এক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে সেখানে অভিষেকও পরিত্রাণ পাননি। এহেন অভিষেক ব্যানার্জীর সম্পত্তির পরিমাণ কত (Abhishek Banerjee Net Worth)?
অভিষেক ব্যানার্জীর সম্পত্তির পরিমাণ কত?
সম্প্রতি তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই ১২৪ (৪) ধারা প্রয়োগের আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমে অভিষেক ব্যানার্জীর সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই প্রশ্নের উত্তর জানতে হলে ফিরে দেখতে হয় নির্বাচনী হলফনামা।
২০১৪ সালে অভিষেক ব্যানার্জীর সম্পত্তি কত ছিল
২০১৪ সালে অভিষেক ব্যানার্জী প্রথমবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১২-১৩ অর্থবছরে তার আয় ছিল ৪৪ লক্ষ ৬৪ হাজার ১০১ টাকা। তার স্ত্রী রুজিরার আয়ের পরিমান ছিল ২৯ লক্ষ ৩৩ হাজার ৯৪৯ টাকা। বিভিন্ন ব্যাংক, আর্থিক কোম্পানি, ব্যাঙ্কিং সংস্থা মিলিয়ে তার নামে ৪২ লক্ষ ৭২ হাজার ৬২৪ টাকা ছিল। তার স্ত্রীর নামে ছিল ২৮ লক্ষ ৯২ হাজার ১৫ টাকা। তাদের মেয়ের নামে ১০ লক্ষ ৯ হাজার ২৯ টাকা ছিল।
এছাড়াও রুজিরার সোনা, রূপো এবং হীরে মিলিয়ে ২২ লক্ষ টাকার গয়নার উল্লেখ ছিল হলফনামায়। অভিষেকের কাছে তৎকালীন বাজার মূল্য অনুসারে ৬৩ হাজার ৮০০ টাকার ২২ গ্রাম সোনা ছিল। সব মিলিয়ে অভিষেকের সম্পত্তির পরিমাণ ছিল ৫৭ লক্ষ ৮১ হাজার ৭৫০ টাকা। রুজিরার সম্পত্তির পরিমাণ ছিল ৫৪ লক্ষ ৮,৪৯৩ টাকা। তাদের মেয়ে আজানিয়ার সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ ৯ হাজার ২৯ টাকা।
আরও পড়ুন : মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কে? কে নেবে বাংলার দায়িত্ব?
২০১৯ সালে অভিষেক ব্যানার্জীর সম্পত্তি কত ছিল?
তবে ২০১৭-১৮ অর্থবছরে অভিষেকের সম্পত্তি বেড়ে হয় ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা। রুজিরার সম্পত্তি হয় ৩৫ লক্ষ ৫৫ হাজার ৯১৫ টাকা। তাদের মেয়ের সম্পত্তি বেড়ে হয় ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪ টাকা। ২০১৯ সালের হলফনামায় এই সম্পত্তির পরিমাণ বহু গুণ বেড়ে যায়। ২০১৪-র তুলনায় ২০১৯ সালে ২০৬% সম্পত্তি বেড়েছে অভিষেকের।
আরও পড়ুন : কত টাকার মালিক মীনাক্ষী মুখার্জী? পড়াশুনার দৌড়ই বা কতদূর?
অভিষেক ব্যানার্জীর সম্পত্তি নিয়ে কী বলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী?
বছরে বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধিকে কেন্দ্র করে কটাক্ষ করতে শুরু করেন বিরোধীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরিই প্রশ্ন তুলেছেন “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নেতা। তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটি হলফনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন? যদি পারেন তাহলে অন্যান্য নেতাদেরও অনুরোধ রাখবো নিজেদের সম্পত্তির হলফনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। আমরা সাধারণ মানুষ হিসাবে জানতে চাই কোন নেতার কত টাকা সম্পত্তি এবং সোর্স কি।”