বাংলায় কটা সিট পাবে বিজেপি? কি বলছেন প্রশান্ত কিশোর

Lok Sabha Elections 2024 : ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) শিয়রে। এই দফায় জিতলে তৃতীয়বারের মত‌ ক্ষমতায় আসবে বিজেপি (BJP) ও প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদি। দেশের একাধিক রাজ্য এখন বিজেপির দখলে। যে কটি রাজ্যে অন্যান্য দলের শাসন চলছে সেগুলোকেও পাখির চোখ করেছে বিজেপি। তার মধ্যে অন্যতম একটি পশ্চিমবঙ্গ (West Bengal)। পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল কেমন হবে এইবার? সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

Lok Sabha Elections 2024

প্রত্যেকবার ভোটের সময় প্রশান্ত কিশোরের নাম উঠে আসে বারবার। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট কৌশলী হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন। আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল প্রসঙ্গে ৬ টি পয়েন্ট তুলে ধরলেন প্রশান্ত কিশোর। কী কী সেগুলো? দেখে নিন।

Prashant Kishor

প্রশান্ত কিশোর কী বলেছেন?

২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি সেই সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর। সেই সঙ্গে বাংলাতেও নাকি বিজেপির ফল হবে আশাতীত। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তার মতামত দিয়েছেন। এই প্রসঙ্গে ৬ টি কারণের উল্লেখ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গে কোন ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে বিজেপি?

প্রথম কারণ : প্রশান্ত কিশোরের মতে নরেন্দ্র মোদী এবার বাংলাতে প্রচারে এসে খুব বুদ্ধি করে ভোটের প্রচার সেরেছেন। তিনি একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি সরাসরি। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করার জন্য তাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল পশ্চিমবঙ্গবাসীর মনে। তাই মমতার বদলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি।

দ্বিতীয় কারণ : রাজবংশী সম্প্রদায় থেকে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। এই রাজবংশীরা মতুয়া সম্প্রদায়ের পর দ্বিতীয় বৃহত্তম তপশিলি জাতি। উত্তরবঙ্গে এই মুহূর্তে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। উত্তরবঙ্গ থেকে আটটি লোকসভা কেন্দ্র বিজেপি পেতে পারে এবার।

তৃতীয় কারণ : তৃণমূলের বিরুদ্ধে একা শুধু বিজেপি নয়, রয়েছে বাম-কংগ্রেসও। ভোটে একদিকে তৃণমূল অন্যদিকে বিরোধী হিসেবে বিজেপি এবং বাম-কংগ্রেসের লড়াইতে ভোট বন্টন হবে। যার প্রভাবে বিজেপি সুবিধা পাবে।

আরও পড়ুন : লোকসভায় কত আসন পাবে তৃণমূল? কত আসনে জিতবে বিজেপি?

চতুর্থ কারণ : পশ্চিমবঙ্গে ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে ২৩ শতাংশ জুড়ে রয়েছেন মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষ। সম্প্রতি সিএএ চালু করে রাজবংশী, মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্বসহ অনেক সুবিধা দিতে শুরু করেছে কেন্দ্র সরকার। যার ফলে ১০ থেকে ১২ টি আসনে জিততে পারে বিজেপি।

পঞ্চম কারণ : পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোটের বেশ গুরুত্ব রয়েছে। সিপিএম, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে জাতীয় কংগ্রেস মুসলিম ভোটের উপর গুরুত্ব দিয়েছে বারবার। তবে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করার কাজ করছে। বিভিন্ন সমীক্ষা থেকে জানা গিয়েছে পঞ্চান্ন শতাংশেরও বেশি বাঙালি হিন্দু বিজেপিকে সমর্থন করছেন।

আরও পড়ুন : ভোটের কোটি কোটি টাকার খরচ দেয় কে? কোথা থেকে আসে টাকা?

ষষ্ঠ কারণ : সিঙ্গুর-নন্দীগ্রাম পশ্চিমবঙ্গে বাম আমলের অবসান ঘটিয়ে তৃণমূল আমলের সূচনা করেছিল। বর্তমানে সন্দেশখালি কান্ড তৃণমূলকে চাপে ফেলেছে। যার ফলে বাড়তি সুবিধা পেতে পারে বিজেপি।