কত টাকার মালিক অধীর রঞ্জন চৌধুরী?

Riya Chatterjee

Published on:

Adhir Ranjan Chowdhury Educational Qualification And Net Worth

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের তরফে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ১৯৯৯ সাল থেকে মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের একচ্ছত্র অধিপতি হয়ে রয়েছেন তিনি। পরপর ৫ বার জিতেছেন। ষষ্ঠবার ভোটে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি তার নিজের সম্পর্কে হলফনামা পেশ করেছেন। তাতে তার সম্পত্তির খতিয়ান ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য তুলে ধরেছেন।

কত দূর পড়াশোনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী?

অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন তিনি নবম শ্রেণী পাশ করেছেন। অর্থাৎ তিনি মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। ১৯৭০ সালে বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট থেকে নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

অধীর রঞ্জন চৌধুরীর সম্পত্তির পরিমাণ

অধীর রঞ্জন চৌধুরীর রোজগার কত?

অধীর চৌধুরী যে হলফনামা পেশ করেছেন তাতে জানিয়েছেন তিনি ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত শেষ ৫ বছরে যথাক্রমে ১৫ লক্ষ ২৩ হাজার ৮৮৫ টাকা, ১৪ লক্ষ ৪৭ হাজার ৩৮০ টাকা, ১৪ লক্ষ ৫ হাজার ৪৮০ টাকা, ২১ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা, ৯ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা উপার্জন করেছেন।

অধীর রঞ্জন চৌধুরীর স্ত্রীর রোজগার কত?

অধীর রঞ্জন চৌধুরীর স্ত্রী অতসী চ্যাটার্জী ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত শেষ ৫ বছরে যথাক্রমে ১৫ লক্ষ ৩৭ হাজার ৬৩৫ টাকা, ৩ লক্ষ ৩৯ হাজার ৩৫০ টাকা, ২ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা, ৬ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা এবং ১১ লক্ষ ৫৬ হাজার ১১০ টাকা উপার্জন করেছেন।

অধীর রঞ্জন চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ

অধীর রঞ্জন চৌধুরীর নামে মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার স্ত্রীর নামে ৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাদের দুজনের নামে ২টি করে পিপিএফ এবং অন্যান্য খাতে বিনিয়োগ আছে। অধীর চৌধুরীর নামে একটি গাড়ি আছে। তার স্ত্রীর নামে ২ টো গাড়ি আছে।

আরও পড়ুন : কত টাকার মালিক মোহাম্মদ সেলিম?

অধীর চৌধুরীর কাছে ২০০ গ্রাম সোনা আছে। তার স্ত্রীর কাছে ৫৮৫ গ্রাম সোনা আছে। তাদের সন্তানের নামে ৮১ গ্রাম সোনা রয়েছে। সবমিলিয়ে অধীর চৌধুরীর কাছে ৩৯ লক্ষ ৩৫ হাজার ৫৭১ টাকার অস্থাবর সম্পত্তি আছে। অন্যদিকে তার স্ত্রীর কাছে ৬৪ লক্ষ ৪১ হাজার ১৪৪ টাকার অস্থাবর সম্পত্তি আছে। তার সন্তানের নামে ১৬ লক্ষ ৯২ হাজার ৮৪ টাকার অস্থাবর সম্পত্তি আছে।

আরও পড়ুন : কত টাকার মালিক বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান?

অধীর রঞ্জন চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ

অধীর চৌধুরীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। তার নিজস্ব কোনও বাড়ি কিংবা চাষযোগ্য বা অচাষযোগ্য জমি নেই। তার স্ত্রী ও সন্তানের নামে কিছু অচাষযোগ্য জমি রয়েছে। অধীর চৌধুরীর স্ত্রীর নামে ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তাদের সন্তানের নামে ৪৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি আছে। অধীর চৌধুরীর স্ত্রীর নামে বাড়ির জন্য ২৪ লক্ষ ৬২ হাজার ৬৩২ টাকার লোন আছে। তবে অধীর চৌধুরীর নামে কোনও লোন নেই।