১ জনকেই দুবার বিয়ে! শিবম দুবের প্রেম কাহিনী সিনেমাকেও হার মানায়

Shivam Dube Wife : ভালোবাসার কাছে জাত ধর্ম কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। সত্যিকারের ভালোবাসা কোন বাধা মানে না। শুধু সাধারণ মানুষ নয়, আমরা বহু সেলিব্রিটি এবং ক্রিকেটারদেরও দেখেছি অন্য জাতের কোন মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যেতে। এই তারকাদের মধ্যেই অন্যতম হলেন ভারতীয় ক্রিকেটার (Indian Crickter) শিবম দুবে (Shivam Dube)। প্রচলিত প্রথার বাইরে বেরিয়ে বান্ধবী আঞ্জুম খানকে (Anjum Khan) কিভাবে তিনি বিয়ে করলেন, সেটাই জানবো আমরা।

টিম ইন্ডিয়া সহ চেন্নাই সুপার কিংস-এর অন্যতম তারকা অলরাউন্ডার ক্রিকেটার হলেন শিবম দুবে। চলতি বছরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ সাফল্য তাকে নিয়ে এসেছে খবরের শিরোনামে। তবে খেলার পাশাপাশি ব্যক্তিগত কারণেও তিনি উঠে এসেছেন খবরের পাতায়।

Shivam Dube Wife

শিবম দুবে এবং আঞ্জুম খানের প্রেম

২০২১ সালে ১৬ জুলাই শিবম বিয়ে করেন দীর্ঘদিনের বান্ধবী আঞ্জুমকে। এই বিয়ের বিশেষত্ব ছিল, আঞ্জুম এবং শিবম দুজনে এক ধর্মের মানুষ নন। কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ধর্ম। মুসলিম পরিবার থেকে আসা বান্ধবীকে অবলীলায় বিয়ে করেন শিবম।

শিবম দুবের স্ত্রী আঞ্জুম খান আসলে কে?

শিবম দুবের স্ত্রী উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং এবং অভিনয় করতেও ভীষণ ভালোবাসেন। বেশ কিছু হিন্দি সিরিয়াল এবং মিউজিক অ্যালবামে কাজ করেছেন তিনি।

Shivam Dube Wife

আরও পড়ুন : কত কোটির মালিক সৌরভ, শচীন, ধোনির স্ত্রীরা? জানলে আকাশ থেকে পড়বেন

২ বার বিয়ে করেন শিবম এবং আঞ্জুম

শিবম এবং আঞ্জুম হিন্দু এবং মুসলিম উভয় রীতি মেনেই বিয়ে করেছিলেন। ভারতীয় এই ক্রিকেটারের বিয়ের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন দেখা যায় শিবম নামাজে হাত তুলছেন, অন্যদিকে নববধূ পরে রয়েছেন মঙ্গলসূত্র। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই সময়।

Shivam Dube

আরও পড়ুন : রিংকু, শিবম নাকি যশস্বী? T20 বিশ্বকাপে একজনই পাবে সুযোগ, হয়ে গেল ঘোষণা

শিবম দুবের ক্রিকেট কেরিয়ার

প্রসঙ্গত, ২০১৯ সালের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল-এ ক্যারিয়ার শুরু করেছিলেন এই খেলোয়াড়। পরবর্তী সময়ে ২০২১ সালে তিনি যোগ দেন রাজস্থান রয়েছে। এরপরই তিনি সুযোগ পেয়ে যান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার। বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংসের একজন অনবদ্য খেলোয়াড় হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন।