বর্তমান সময়ে পাসপোর্ট ছাড়া আপনি বিদেশের মাটিতে পা রাখতেই পারবেন না। কাজের প্রয়োজনে হোক কিংবা ঘুরতে যেতে হলে সবার আগে পাসপোর্ট করিয়ে নিতে হবে। আর তাছাড়া পাসপোর্ট পরিচয় পত্র হিসেবেও কাজে লাগবে। পাসপোর্ট করানোর বেশ কিছু ধাপ রয়েছে। সবকটি ধাপ উতরাতে পারলে তবেই পাসপোর্ট ভেরিফিকেশন হয়। জানেন কি পাসপোর্ট ভেরিফিকেশন করতে কী কী ধাপ অতিক্রমণ করতে হয়? কত টাকা লাগে এতে?
পাসপোর্ট ভেরিফিকেশন করার পদ্ধতিতে বেশ অনেকগুলো পর্যায় আছে। গুরুত্বপূর্ণ পুলিশের ভেরিফিকেশন। তাই অনেকেই মনে করেন পাসপোর্ট বানানো খুবই ঝামেলার কাজ। সেই কারণে আবেদন করতেই চান না অনেকে। তবে এমনটা কিন্তু নয়। পাসপোর্ট ভেরিফিকেশন পদ্ধতি এতোটাও জটিল নয়। খুব সহজভাবে সেই পদ্ধতি বুঝিয়ে দিলেন হাওড়ার পুলিশ কমিশনার।
আসলে পুলিশকে নিয়ে সাধারণের মনে একপ্রকার ভয় কাজ করে সব সময়। সম্প্রতি হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি জানিয়েছেন পাসপোর্টের জন্য আবেদন করার পর রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশনের জন্য কমিশনারেটের অফিসের স্পেশাল ব্রাঞ্চ বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ফাইল চলে যায় অনলাইনে। এখানে আবেদনকারীকে কিছুই করতে হয় না।
আরও পড়ুন : একাধিক সিম কার্ড আছে? এই নিয়ম না জানলেই ২ লাখ টাকা জরিমানা সহ জেল
আরও পড়ুন : সস্তায় পাসপোর্ট রিনিউ করুন ঘরে বসেই, রইল অনলাইনে রিনিউ করার পদ্ধতি
তিনি আরও জানিয়েছেন, পুলিশ নিজেই এরপর আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবে। তারপর পুলিশ আবেদনকারীর সব তথ্য খতিয়ে দেখবে। তার কোনও অপরাধের রেকর্ড আছে কিনা, জন্মের সার্টিফিকেট, ঠিকানা সবকিছু চেক করে নেওয়ার পর অনলাইনে আপলোড করা হবে। আবেদন করার তিন সপ্তাহের মধ্যে ফাইল আপলোড করে দেওয়া হয়। এবং এর জন্য কোনো ফি লাগে না। কোনো অসুবিধা হলে কন্ট্রোল রুমে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।