Know Your Candidate App : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলো একে একে বিভিন্ন কেন্দ্রে তাদের ভোট প্রার্থীর নাম ঘোষণা করছে। আপনার এলাকাতেও ভোট প্রার্থীর নাম হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন বা জানবেন। তবে শুধু নাম জানলেই তো হল না। ভোট প্রার্থী সম্পর্কে জানাটাও তো জরুরি। যেমন তার শিক্ষাগত যোগ্যতা কত? সম্পত্তি কত? এই বার এই সম্পর্কে জানতে পারবেন খুব সহজেই।
Know Your Candidate App
কাকে ভোট দিচ্ছেন তার সম্পর্কে আগে জানুন। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। যার নাম নো ইওর ক্যান্ডিডেট বা ECI-KYC। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় জায়গাতেই আপনি এই অ্যাপ্লিকেশন ইন্সটল করতে পারবেন। সেখানে লোকসভার ভোট প্রার্থীর বিষয়ে একাধিক তথ্য পাবেন।
নতুন অ্যাপ সম্পর্কে নির্বাচন কমিশনের পোস্ট
নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে জানানো হয়েছে ECI এর তরফ থেকে নো ইওর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করা হল। যেখানে ভোটাররা তাদের প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন। ভোট প্রার্থীর সমস্ত তথ্য থাকবে সেখানে। তার শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির পরিমাণের তথ্য যেমন থাকবে তেমনই তার নামে কটা ক্রিমিনাল কেস রয়েছে তারও উল্লেখ থাকবে।
কীভাবে ব্যবহার করবেন নো ইওর ক্যান্ডিডেট অ্যাপ?
আপনি গুগল স্টোর কিংবা iphone অ্যাপ স্টোর থেকে সহজেই নাম লিখে খুঁজে নিয়ে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর খুলুন এবং সেখানে সার্চ করুন নো ইওর ক্যান্ডিডেট বা ECI-KYC অ্যাপ্লিকেশন। এবার এই অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনে ইন্সটল করে নিন। অ্যাপ ওপেন করতে Proceed ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নেওয়ার পর খুলে নিন। তারপর সার্চ বক্সে গিয়ে ভোট প্রার্থীর নাম লিখে সার্চ করুন। Select Criteria অপশনে নির্বাচনী এলাকা, কোন ভোট, রাজ্য ইত্যাদি সিলেক্ট করতে হবে। এবার সাবমিট করে দিন। তাহলে স্ক্রিনের উপর প্রার্থী সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যাবে।
আরও পড়ুন : কত আসনে জিতবে BJP? কত আসন পাবে NDA? নির্বাচনের আগেই প্রকাশ্যে সমীক্ষার ফলাফল
ECI launches Know Your Candidate app empowering the voters to make an informed choice.
This app provides details of the contesting candidates along with their criminal antecedents if any in an easy & accessible manner. #KYC #KnowYourCandidate #InformedVoting #BeAnEthicalVoter pic.twitter.com/5qnwE9hjM0
— Election Commission of India (@ECISVEEP) January 24, 2022
আরও পড়ুন : ভোটের কোটি কোটি টাকার খরচ দেয় কে? কোথা থেকে আসে টাকা?
আর কী কী সুবিধা দেবে ECI-KYC?
শুধু ভোট প্রার্থী সম্পর্কে জানা নয়, আপনি এই অ্যাপ্লিকেশনটি কাজে লাগিয়ে স্থানীয় পোলিং বুথ খুঁজে নিতে পারবেন। ভোটের আগে প্রার্থী সম্পর্কে যথোপযুক্ত তথ্য ভোটারদের সামনে তুলে ধরে তাদের সাহায্য করতেই কার্যত এমন পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।