লক্ষ্মীর ভান্ডার ফেল! মহিলাদের লাখপতি বানাবে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প

Lakhpati Didi Yojana : একটি দেশ শুধুমাত্র পুরুষদের উপর নির্ভর করে উন্নত হয় না, তার জন্য দরকার নারী পুরুষ নির্বিশেষে সকলের সার্বিক উন্নতি। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য তাই নরেন্দ্র মোদি (Narendra Modi) নিয়ে এসেছেন লাখপতি দিদি যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ২ কোটি মহিলা। জানুন এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত।

লাখপতি দিদি যোজনার উদ্দেশ্য

‘লাখপতি দিদি’ যোজনা প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো মহিলাদের সার্বিকভাবে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় একজন মহিলা যখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন, তখন তা হবে সারা দেশের গর্ব। মহিলাদের সঠিক প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে এই প্রকল্পে।

কবে চালু হয় লাখপতি দিদি যোজনা?

২০২৩ সালে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ‘লাখপতি দিদি’ প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রকল্পটি থেকে উপকার পাবেন প্রায় ১০ কোটি মহিলা। দেশের মহিলাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে দক্ষ করে তোলা হবে এই প্রকল্পে। লাখপতি দিদি প্রকল্পের আওতায় যে স্বনির্ভর গোষ্ঠীগুলি থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাঙ্কওয়ালি দিদি, অঙ্গনওয়াড়ি দিদি, মেডিসিনওয়ালি দিদি।

কোথায় প্রথম বাস্তবায়ন হয় লাখপতি দিদি প্রকল্পের?

এই পরিকল্পনার প্রথম বাস্তবায়ন করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। মুখ্যমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করার পর জয়সালমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় লাখপতি দিদি সম্মেলন। এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি সেই সময় অনুষ্ঠান থেকে ঘোষণা করেছিলেন, রাজস্থানের ১১.২৪ লক্ষ মহিলা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন, যার মধ্যে ইতিমধ্যেই ৩ লাখ মহিলা পেয়েছেন মোট ১৫০ কোটি টাকার চেক।

আরও পড়ুন : প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন বাংলার মহিলারা, আবেদন করুন এইভাবে

লাখপতি দিদি প্রকল্পে কী কী সুবিধা পাবেন মহিলারা?

এই প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীগুলির আওতায় মহিলাদের শেখানো হবে এলইডি বাল্ব লাগানো, প্লাম্বিং, ড্রোন মেরামতের মত একাধিক প্রযুক্তিগত কাজ। বোঝাই যাচ্ছে এই পরিকল্পনা অনুযায়ী দেশের মহিলাদের বিজ্ঞান এবং প্রযুক্তিগতভাবে উন্নত করার চেষ্টা করা হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণ পেলে স্বাভাবিকভাবেই মহিলারা হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। এছাড়াও পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন মহিলারা।

আরও পড়ুন : লক্ষীর ভান্ডার অতীত! বাংলার মহিলাদের মাসে মাসে ৭৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার

কীভাবে আবেদন করবেন লাখপতি দিদি প্রকল্পে?

এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের হতে হবে সেই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা। এছাড়া এই প্রকল্পের আওতায় থাকা কোন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে মহিলাদের। শুধু অনলাইনে আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য। আবেদন করতে গেলে জমা দিতে হবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, বসবাস এবং আয়ের শংসাপত্র।