আজীবন আয়ের গ্যারান্টি! নতুন ধামাকা পলিসি নিয়ে হাজির LIC, এইভাবে করুন বিনিয়োগ

Avatar

Published on:

All You Need To Know About LIC Jeevan Dhara II Policy

LIC Jeevan Dhara II Policy : আজ সেই বিশেষ দিন। আজ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন। আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সারা ভারতবর্ষ যখন আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন, ঠিক তখনই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC একটি নতুন পলিসি (LIC New Policy) লঞ্চ করার কথা ঘোষণা করল। এই পলিসিতে সাধারণ মানুষ পাবেন একাধিক সুযোগ-সুবিধা। জানুন কী কী সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এই পলিসিতে।

LIC লঞ্চ করতে চলেছে একটি নতুন প্ল্যান

২২শে জানুয়ারির বিশেষ দিন উপলক্ষে LIC লঞ্চ করতে চলেছে LIC জীবন ধারা টু পলিসি (LIC Jeevan Dhara II Policy)। এই প্রকল্পে বিনিয়োগকারীরা পাবেন গ্যারান্টি যুক্ত বাৎসরিক আয়ের সুযোগ সুবিধা। মনে করা হচ্ছে, এই প্ল্যানটি লঞ্চ হলে সব থেকে বেশি উপকৃত হবেন মধ্যবিত্তরা। এবার জানুন কী কী সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এই প্ল্যানে।

LIC Jeevan Dhara 2 Policy কী?

LIC Jeevan Dhara 2 policy হল একটি নন লিঙ্কড এবং নন পার্টিসিপেটিং অ্যানুইটি পলিসি। এই প্ল্যানে বাৎসরিক আয়ের মোট ১১ টি অপশন থাকবে। বিনিয়োগকারীদের বয়স যদি বেশি হয় সে ক্ষেত্রে উচ্চ হারে বাৎসরিক সুদ এবং জীবন কভার পাওয়ার সুযোগ-সুবিধা পাওয়া যাবে এতে। যদিও সে ক্ষেত্রে বিনিয়োগকারীদের কিছু শর্ত মেনে চলতে হবে।

কীভাবে কিনবেন LIC Jeevan Dhara 2 Policy?

এই পলিসি অনলাইন এবং অফলাইন দুভাবেই কেনা যাবে। ২২শে জানুয়ারি থেকে এই পলিসি কিনতে পারবেন গ্রাহকরা। তবে কতদিন পর্যন্ত এই পলিসিটি কেনার সুযোগ সুবিধা থাকবে তা এখনো জানানো হয়নি।

LIC Jeevan Dhara 2 Policy -এর আবেদনের জন্য বয়সের সময়সীমা

এই পলিসিটি কেনার জন্য বিনিয়োগকারীদের ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর। বার্ষিক অপশন অনুযায়ী সর্বাধিক বয়স নির্ধারণ করা হবে। তবে ৬৫ থেকে ৮০ বছরের উর্ধ্বে লগ্নিকারীরাও এই পলিসি কেনার সুযোগ সুবিধা পাবেন। এই পলিসিটি যেহেতু ঝুঁকিপূর্ণ নয় তাই নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন : ৫ বছরে টাকা ডবল! সর্বোচ্চ ১৫ শতাংশের রিটার্ন দেবে LIC এর এই পলিসি

LIC Jeevan Dhara 2 Policy -এর সুবিধা কী কী?

এই পলিসিতে বিনিয়োগকারীরা পাবেন অ্যানুয়িটি গ্যারান্টির সুযোগ সুবিধা। শুধু তাই নয়, বছরে নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন তারা। এই প্ল্যান একবার শুরু করার পর সেটি স্থগিত করারও অপশন রয়েছে বিনিয়োগকারীদের কাছে। পলিসি চলতে চলতেই বেশি প্রিমিয়াম দিয়ে অ্যানুয়িটি বৃদ্ধির অপশন পাবেন লগ্নিকারীরা।

আরও পড়ুন : LIC -র সেরা ৫টি প্ল্যান, ভবিষ্যতের চিন্তা দূর করতে এখুনি দেখুন

জীবনধারা ২ পলিসিতে নিয়মিত প্রিমিয়ামের ক্ষেত্রে ডিপার্টমেন্ট পিরিয়ড ৫ থেকে ১৫ বছর অব্দি রাখা হয়েছে এবং একক প্রিমিয়ামের জন্য ডিপার্টমেন্ট পিরিয়ড রাখা হয়েছে ১ থেকে ১৫ বছর অব্দি। এই পলিসিতে ঋণের সুযোগ সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।