বদলে গেল পেনশনের নিয়ম! নতুন কী পরিবর্তন এল? জানুন এখনই

New Pension Rule : বছরের শুরুতেই পেনশন ভোগী সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট নিয়ে এলো ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার (Department of Pension & Pensioners’ Welfare)। যদি আপনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং সরকারের তরফ থেকে পেনশন পেয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ। জেনে নিন ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার কী নতুন আপডেট নিয়ে এলো পারিবারিক পেনশনের নিয়মে (Family Pension New Rule)।

পারিবারিক পেনশনের নতুন নিয়ম

অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য শেষ বয়সে আয়ের নির্ভরযোগ্য আস্তানা হল পেনশন। পেনশনের টাকার উপর নির্ভর করে দিন কাটে বহু প্রবীণ ব্যক্তির। তাদের জন্য এবার পারিবারিক পেনশনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষত নমিনি সংক্রান্ত নিয়মে এসেছে পরিবর্তন। দেখে নিন এক নজরে।

পারিবারিক পেনশনের নিয়মে কী বদল এলো?

পারিবারিক পেনশনের ক্ষেত্রে নমিনি হিসেবে স্বামী অথবা স্ত্রীকে রাখার নিয়ম রয়েছে। ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ারের তরফ থেকে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম্পত্য কলহের জেরে যারা ভুগছেন সেই মহিলা কর্মচারীরা এবার থেকে নমিনি হিসেবে তাদের সন্তানের নাম রাখতে পারবেন।

সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুলস অনুসারে সরকারি কর্মী অবসর গ্রহণের পর নিয়মিত পেনশন পাবেন। যদি কোনও সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় প্রয়াত হন বা অবসর গ্রহণের পর প্রয়াত হন সেক্ষেত্রে তার নমিনিও পেনশন পাবেন। এতদিন অবসরপ্রাপ্ত পুরুষ কর্মচারীদের অবর্তমানে তাদের স্ত্রীরা পেনশন পেতেন এবং মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী পেতেন।

আরও পড়ুন : FD -তে সুদের হার বাড়ালো এই ৭ ব্যাঙ্ক, জেনে নিন কোন ব্যাঙ্ক কত বেশি টাকা দেবে

কেন বদলে গেল পারিবারিক পেনশনের নিয়ম?

পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরেই বেশ কিছু মহিলা পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্বামীর বদলে সন্তানের নাম যুক্ত করতে চাইছিলেন। এই দাবীকে কেন্দ্র করে একাধিক আবেদন জমা পড়েছে। সেই বিষয়ে বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : ৯০ দিনেই গ্রাহকরা মালামাল! ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ বাড়ালো এই ব্যাঙ্ক

পারিবারিক পেনশনের নতুন নিয়মে কী বলা হয়েছে?

বিজ্ঞপ্তি অনুসারে, যেসব মহিলা কর্মচারীদের আদালতে স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছে তারা এবার থেকে সন্তানকে নমিনি করতে পারবেন। যারা স্বামীর বিরুদ্ধে গার্হস্থ হিংসা অথবা নারী সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন তারাও তাদের সন্তানকে নমিনি করতে পারবেন।