NPS Vatsalya Scheme: সন্তানের জন্য টাকা জমান নতুন NPS স্কিমে, জানুন এর সুবিধা

সন্তানের ভবিষ্যতের চিন্তা প্রত্যেক বাবা-মায়েরই থাকে। ছেলে-মেয়ে ছোট থাকতেই তাদের পড়াশোনা, বিয়ে কিংবা বড় হয়ে ব্যবসার জন্য কিছু টাকা জমিয়ে রাখতে চান অভিভাবকরা। বর্তমানে সন্তানের জন্য বিনিয়োগের একাধিক ক্ষেত্র রয়েছে‌। তবে আপনি চাইলে বেছে নিতে পারেন নতুন এনপিএস বাৎসল্য স্কিম। নতুন এই প্রকল্পে টাকা রাখলে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিত হতেই পারবেন।

এতদিন পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএসের আওতায় ১৮ থেকে ৭০ বছর বয়সীরা টাকা জমাতে পারতেন। ৬০ বছর বয়সের পর এই টাকার কিছুটা অংশ তুলে তারা বাকি টাকা মাসে মাসে পেনশনের আকারে পেতেন। তবে এবার এনপিএস এর সঙ্গে এনপিএস বাৎসল্য স্কিম নামের নতুন একটি সরকারি প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে আপনি আপনার নাবালক সন্তানের জন্যও টাকা জমাতে পারবেন।

NPS Vatsalya Scheme

এনপিএস বাৎসল্য স্কিমে টাকা জমালে সন্তানের বয়স ১৮ হয়ে যাওয়ার পর ফান্ডে জমানো টাকা তুলে নেওয়া যাবে। পুরো টাকাটা ম্যাচিওর হওয়ার পর তুলে নেওয়ার সময় আগে সাধারণ এনপিএস একাউন্টে স্থানান্তরিত হয়। সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে এই প্রকল্প নন এনপিএস প্রকল্পে পরিণত হয়ে যায়। আপনি এনপিএসে বিনিয়োগের মাধ্যমে শেয়ার বাজার, ইকুইটি, সরকারি বন্ডেও লগ্নি করতে পারবেন আপনার টাকা।

আরও পড়ুন : পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম

NPS Vatsalya Scheme

আরও পড়ুন : দেখতে দেখতে টাকা ডাবল হবে! পোস্ট অফিসের এই স্কিমে ব্যাপক সুদ দিচ্ছে সরকার

সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করলে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। নতুন নিয়ম অনুসারে এনপিএস এর ক্ষেত্রে বেসরকারি ‌কোম্পানিগুলো এবার থেকে ১০ শতাংশের বদলে কর্মীদের বেতনের ১৪ শতাংশ পর্যন্ত টাকা জমা করতে পারবে। এর ফলে সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মীরা আয়করে অনেকটাই ছাড় পাবেন।