Post Office Scheme : দেখতে দেখতে টাকা ডাবল হবে! পোস্ট অফিসের এই স্কিমে ব্যাপক সুদ দিচ্ছে সরকার

শুধু টাকা উপার্জনই নয়, টাকা সঞ্চয় করাটাও খুবই জরুরী। এখন আপনি যা আয় করেন তার থেকে যদি কিছুটা পরিমাণ টাকা সঞ্চয় করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারই কাজে আসবে। নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের কিছু সরকারি প্রকল্প রয়েছে। তার মধ্যে পোস্ট অফিসের একটি প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদন। যে প্রকল্পে টাকা রাখলে দারুণ সুদে দ্বিগুণ টাকা ফেরত পাবেন আপনি।

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র প্রকল্পের নাম নিশ্চয়ই শুনেছেন? এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারেন দেশের প্রতিটি সাধারণ নাগরিক। এই প্রকল্পের আওতায় আপনি এককালীন যে পরিমাণ টাকা বিনিয়োগ করবেন কয়েক বছর পর তার দ্বিগুণ টাকা রিটার্ন পাবেন। ১৯৮৮ সালে কেবল কৃষকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল সরকারের তরফ থেকে। পরে তা সকলের ক্ষেত্রে চালু হয়ে যায়।

Kisan Vikas Patra

কিষাণ বিকাশ পত্র প্রকল্পে যেকোনও ভারতীয় সাধারণ নাগরিক টাকা বিনিয়োগ করতে পারবেন। নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা অবশ্য রাখা হয়নি। তবে যদি কেউ ৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করতে চান সে ক্ষেত্রে তাকে প্যান কার্ড দেখাতে হবে।

যদি কোনও ব্যক্তি কিষাণ বিকাশ পত্রতে দশ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে তাকে আইটিআর, বেতন স্লিপ, আধার নম্বর এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে নথি হিসেবে। এই প্রকল্পের আওতায় বর্তমানে সরকার ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১১৫ মাসে অর্থাৎ ৯ বছর ১০ মাসে আপনি আপনার বিনিয়োগের অংকের দ্বিগুণ টাকা ফেরত পাবেন।

আরও পড়ুন : প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে আজীবন বসে খাবেন

Kisan Vikas Patra

আরও পড়ুন : পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম

এই প্রকল্পে বিনিয়োগের সুবিধা এই যে আপনি আপনার বিনিয়োগ দুই বছর ছয় মাস পর বিনিয়োগের টাকা তুলে নিতে পারেন। আবার প্রকল্পে কিছু কিছু ক্ষেত্রে প্রিম্যাচিউর ডিপোজিট করা যেতে পারে। ১৮ বছর বয়সী যে কেউ সিঙ্গেল কিংবা জয়েন্ট একাউন্ট খুলে কেভিপি আবেদনপত্র, বয়সের শংসাপত্র, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি প্রয়োজনীয় নথি দেখিয়ে আবেদন করতে পারবেন।