রাম মন্দিরের ২০০০ ফুট নিচে পোঁতা রইল টাইম ক্যাপসুল! কী কী আছে তাতে?

Avatar

Published on:

All You Need To Know About Ram Mandir Time Capsule

Ram Mandir Time Capsule : বহু তর্ক বিতর্ক, বহু রাজনৈতিক অভিঘাতের পর অবশেষে ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inaugration) হল। তবে এই রাম মন্দির (Ram Temple) উদ্বোধন নিয়ে যতটা খুশি সাধারণ মানুষ, তার থেকেও বেশি মানুষের মনে তৈরি হয়েছে কৌতুহল। তেমনই একটি কৌতুহলের নাম টাইম ক্যাপসুল (Time Capsule)।

রাম মন্দিরের ২০০০ ফুট মাটির নিচে রইল টাইম ক্যাপসুল

রাম মন্দিরটি তৈরি করতে কত খরচ হয়েছে বা এই রাম লালার মূর্তি কে প্রতিষ্ঠা করেছে? এসব কিছু নিয়েই মানুষের মনে তৈরি রয়েছে প্রশ্ন। ধীরে ধীরে সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে। তবে আজ আপনাদের জানাবো রাম মন্দিরের ২০০০ ফুট মাটির নিচে থাকা টাইম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

কী কাজ টাইম ক্যাপসুলের?

টাইম ক্যাপসুলের মাধ্যমে ইতিহাসকে ধরে রাখার একটি প্রচেষ্টা করা হয়েছে। আগেকার দিনে যেমন বিভিন্ন পুঁথি লিখে বোতল বন্দি করে রাখা হতো, ঠিক তেমনি পদ্ধতি অনুসরণ করা হয়েছে এখানে। সাধারণত টাইম ক্যাপসুলের মাধ্যমে কোনও কিছুর ইতিহাস বা অন্যান্য সমস্ত তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। রাম মন্দিরের ক্ষেত্রেও করা হয়েছে একই কাজ।

তামার পাত দিয়ে তৈরি এই টাইম ক্যাপসুলটি দেখতে অনেকটা বোতলের মত। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে এবং মাটির এতটাই নিচে পুঁতে রাখা হয়েছে, যাতে এটি সহজে নষ্ট করা যাবে না। আগামী দিনে যদি সমাজ পাল্টে গেলেও বা সভ্যতা বদলে গেলেও এটি অমলিন থাকবে।

আরও পড়ুন : রাম মন্দির বানাতে কত টাকা খরচ হয়েছে? সেলিব্রেটিরা কে কত টাকা দিলেন?

রাম মন্দিরের নিচে কেন পুঁতে রাখা হল টাইম ক্যাপসুল?

রাম মন্দির যেহেতু একটি ঐতিহাসিক ঐতিহ্য। রাম মন্দিরের সঙ্গে যেহেতু অঙ্গাভঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে আদালতের রায়। যেহেতু বিতর্কিত জমিতে রাম মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে তাই এই রাম মন্দিরের সমস্ত ইতিহাস অক্ষুণ্ন রাখার জন্যই ব্যবহার করা হয়েছে টাইম ক্যাপসুল।

আরও পড়ুন : কেমন সাজানো হয়েছে রাম মন্দির? ঘুরে দেখুন অন্দরমহল

কী কী রাখা হয়েছে রাম মন্দিরের টাইম ক্যাপসুলটির মধ্যে?

এই টাইম ক্যাপসুলের মধ্যে আদালতের রায় থেকে শুরু করে বিতর্কিত জমি সংক্রান্ত সমস্ত ইতিহাস এবং নথি বন্দী করে রাখা হয়েছে। ক্যাপসুলটি রাখা হয়েছে মন্দিরের ২০০০ ফুট নিচে। এই ক্যাপসুলটির মাধ্যমে হাজার হাজার বছর পরেও রাম মন্দিরের ইতিহাস একইভাবে অক্ষত থাকবে মাটির নিচে।