১০০০-১২০০ টাকা নয়! ভোটে জিতলে প্রতি মাসে ৫,০০০ টাকা দেবে বিজেপি

Riya Chatterjee

Published on:

Suvendu Adhikari Announce For Sangrami Bhata

২০২৪ সালের লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটের প্রচার এখন জোরকদমে চলছে। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম আপন আপন পরিকল্পনা অনুসারে এগোচ্ছে। ক্ষমতায় এলে কী কী করা হবে সেই প্রতিশ্রুতির বন্যা বইছে। এরই মধ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘সংগ্রামী ভাতা’ নিয়ে দিলেন বড় এক প্রতিশ্রুতি।

শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি

বর্তমানে পশ্চিমবঙ্গে ভাতার অভাব নেই কোনও। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি নানা প্রকল্প তো রয়েইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল ক্ষমতায় না থাকলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার। তবে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর মুখে শোনা যাচ্ছে অন্য কথা। বিজেপি ক্ষমতায় এলেও পশ্চিমবঙ্গে ভাতা-পরম্পরা অব্যাহত থাকবে। এ রাজ্যের মানুষ পাবেন সংগ্রামী ভাতা।

কারা পাবেন সংগ্রামী ভাতা?

লোকসভার ভোটের প্রচারে নেমে ২০২৬ সালের বিধানসভা ভোট সম্পর্কে প্রতিশ্রুতি বসলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে মিথ্যে মামলায় যারা জেলে গিয়েছেন তারা পাবেন সংগ্রামী ভাতা। এই ভাতার আওতায় ৫০০০ টাকা করে সাম্মানিক পাবেন সেই ব্যক্তিরা।

সম্প্রতি নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথ স্তরের কর্মীদের নিয়ে সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “যত জনকে জেল খাটিয়েছে… বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, তাদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যত জনকে জেল খাটিয়েছে প্রত্যেককে ৫০০০ টাকা করে ভাতা দেব।”

আরও পড়ুন : বিনামূল্যে ওষুধ, ফ্রিতে চিকিৎসা! স্বাস্থ্যসাথীকেও হার মানাবে এই নতুন প্রকল্প

পুলিশকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এই মঞ্চ থেকে পুলিশকে উদ্দেশ্য করে বলেছেন, “যে তদন্তকারী অফিসাররা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো।” শুভেন্দু সাফ সাফ বলেছেন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন না। সতর্ক করছেন। শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কুনাল ঘোষ বলেছেন, ‘‘মাসির যদি গোঁফ থাকত, তাহলে মেসোমশাই হত। ক্ষমতায় আসবেন না, বলে বসলেন ভাতা দেব। সুতরাং ক্ষমতা না এলে, দিতেও হবে না। মুখে লাগাম নেই।’’

আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

নারায়ণ ভান্ডার নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি

এর আগেও তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের বিপরীতে বিজেপির তরফ থেকে নারায়ণ ভান্ডারের প্রচলনের ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই ৩০০০ টাকা করে পাবেন নারায়ণ ভান্ডার প্রকল্পে! এমনটাই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।