Seba Sakhi Prakalpa : বেকারত্ব সমস্যায় শুধু পুরুষরা নন, একই সমস্যায় জর্জরিত মেয়েরাও। এবার মেয়েদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। শুরু হতে চলেছে সেবা সখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের কর্মসংস্থানের পাশাপাশি বহু অসুস্থ এবং বৃদ্ধ-বৃদ্ধারা পাবেন সঠিক পরিষেবা। কিভাবে জানুন।
সেবা সখী প্রকল্প কী?
এই প্রকল্পটি শুরু হতে চলেছে পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে। গ্রামীণ এবং মফস্বল এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে সেবিকা প্রদান করাই হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। এক কথায়, এই প্রকল্পটি হতে চলেছে মহিলাদের কর্মসংস্থানের একটি বিশেষ দিশা।
কোথায় কোথায় হবে সেবা সখী প্রকল্পের কাজ?
রাজ্যের প্রতিটি ব্লকে ২০ জন করে মহিলাদের কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রথম পর্যায়ে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ শুরু হবে না। প্রথমে রাজ্যের চারটি ব্লককে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হবে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার রাজারহাট, হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক।
সেবা সখী প্রকল্পের উদ্দেশ্য কী?
মূলত গ্রাম এবং শহরে যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন, তাদের সেবা কর্মী দেওয়াই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। রাজ্যের মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষ সেবা কর্মী হিসাবে তৈরি করা হবে। এরপর তাদের বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এই প্রথম রাজ্য সরকার নিজের উদ্যোগে দক্ষ সেবা কর্মী সরবরাহ করবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে।
আরও পড়ুন : চলে এল রাজ্য সরকারের নতুন প্রকল্প, মাসে মাসে মিলবে ১০,০০০ টাকা
কী কী শেখানো হবে এই প্রকল্পের মাধ্যমে?
প্রশিক্ষণ পর্বে শেখানো হবে রক্তচাপ মাপা, ব্লাড পেশার মাপা, ওষুধ সম্পর্কে স্বচ্ছ ধারণা, হৃদরোগে কেউ আক্রান্ত হলে কিভাবে সিপিআর দিতে হয় তা শেখানো, ড্রেসিং, ব্যান্ডেজ, নানা চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে একটি করে শংসাপত্র। এই শংসাপত্র দেখিয়ে পরবর্তীকালে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ পাবেন সেবা সখী কর্মীরা।
আরও পড়ুন : প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন বাংলার মহিলারা, আবেদন করুন এইভাবে
সেবা সখী প্রকল্পে মাসে কত টাকা পাবেন মহিলারা?
সেবা সখীদের গ্রামীণ এলাকায় দৈনিক ২৫০ টাকা ভাতা দেওয়া হবে। শহরাঞ্চলে দেওয়া হবে ৩০০ টাকা দৈনিক ভাতা। হিসেব করলে গ্রামীন এলাকায় মাসিক ৭৫০০ এবং শহরাঞ্চলে মাসিক ৯০০০ টাকা পর্যন্ত নিশ্চিত আয় করতে পারবেন সেবা সখীরা। স্বাভাবিকভাবেই এই প্রকল্প যে মেয়েদের বেকারত্বের সমস্যার অনেকটাই সমাধান করে দেবে তা বলাই বাহুল্য।