মুকেশ আম্বানি থেকে নীতা আম্বানি, আম্বানি পরিবারের সদস্যরা কে কতদূর শিক্ষিত?

Ambani Family Educational Qualification : ধীরুভাই আম্বানি যে রিলায়েন্স কোম্পানি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তা এখন বংশ পরম্পরায় সামলাচ্ছেন তার উত্তরাধিকারিকরা। একটি বড় ব্যবসা পরিচালনা করার জন্য যে ভালো শিক্ষা প্রয়োজন তা আলাদা করে বলার প্রয়োজন নেই। আজ আপনাদের জানাবো আম্বানি পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা।

আম্বানি পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা

মুকেশ আম্বানির শিক্ষাগত যোগ্যতা

Mukesh Ambani : আম্বানি পরিবারের কর্ণধার মুকেশ আম্বানি পড়াশোনা করেছিলেন মুম্বাইয়ের পোদ্দার রোডে অবস্থিত হিল গ্রেঞ্জ হাই স্কুলে। এরপর তিনি মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। মুম্বাইয়ে পড়াশোনা শেষ করার পর তিনি ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন। এরপর স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে তিনি এমবিএ প্রোগ্রামে ভর্তি হন। বোঝাই যাচ্ছে, মুকেশ আম্বানি ভীষণই উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি।

নীতা আম্বানির শিক্ষাগত যোগ্যতা

Nita Ambani : মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি নরসি মঞ্জি কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন। নীতা আম্বানি বর্তমানে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন। এছাড়াও তিনি আইপিএল ক্রিকেট দল মুম্বাই ইন্ডিয়ানের মালকিন।

ইশা আম্বানির শিক্ষাগত যোগ্যতা

Isha Ambani : মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানি। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর স্ট্যান্ডফোর্ড গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে কিছু বছর কাজও করেছিলেন তিনি। বর্তমানে তিশা জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারের বোর্ডের একজন সদস্য।

অনন্ত আম্বানির শিক্ষাগত যোগ্যতা

Anant Ambani : নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির সবথেকে ছোট ছেলে অনন্ত আম্বানি। অনন্ত ধীরুভাই আম্বানির ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করে আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের এনার্জি ডিভিশনের এক্সিকিউটিভ পদে রয়েছেন অনন্ত। এছাড়াও তিনি রিলায়েন্স রিটেল ভেঞ্চারস এবং জিও প্ল্যাটফর্মের বোর্ডের অন্যতম সদস্য।

আকাশ আম্বানির শিক্ষাগত যোগ্যতা

Akash Ambani : মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির বড় সন্তান আকাশ আম্বানি। ঈশার জমজ ভাই আকাশ। আকাশ মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করার পর আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মেজর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত রয়েছেন।

আরও পড়ুন : স্ত্রী ও বউমাকে বিশ্বের এই ৫টি বহুমুল্য গিফট দিয়েছেন মুকেশ আম্বানি, দাম শুনলে চমকে যাবেন

রাধিকা মার্চেন্টর শিক্ষাগত যোগ্যতা

Radhika Merchant : আম্বানি পরিবারের ছোট পুত্রবধূ রাধিকা মার্চেন্ট হলেন বীরেন বনিকের সন্তান। রাধিকার বাবা এনকোর হেলথ কেয়ারের মুখ্য পরিচালক। রাধিকা মুম্বাইয়ের ক্যাথিড্রাল এবং জন কনন স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি চলে যান নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হন তিনি। বর্তমানে রাধিকা বাবার ব্যবসা সামলাচ্ছেন সুদক্ষ ভাবে।

আরও পড়ুন : ক্রিকেট দুনিয়ায় মেগা এন্ট্রি মুকেশ আম্বানির! বড় ঘোষণা করল BCCI

শ্লোকা মেহতার শিক্ষাগত যোগ্যতা

Shloka Mehta : মুকেশ আম্বানির বড় পুত্রবধূ শ্লোকা মেহতা। স্লোকা বিখ্যাত হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে। শ্লোকা নিউ জার্সিতে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে নৃবিজ্ঞানী স্নাতক ডিগ্রী অর্জন করেছিলেন। তারপর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আইনি বিষয়ে ডিগ্রী অর্জন করেন।