ATM Fraud : ATM থেকে টাকা তোলার সময় এই কাজ করলেই খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ATM Fraud : ব্যাঙ্কের পরিবর্তে এখন ATM থেকেই সহজে টাকা তুলে নেওয়া যায়। ২৪ ঘণ্টার পরিষেবাও মেলে। তবে ATMকে মাধ্যম করে জালিয়াতি হচ্ছে আকছার। মানুষকে ভুলিয়ে বোকা বানিয়ে কিছু মানুষ নিমেষে ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। আজকের এই প্রতিবেদনে এমন একটি ATM জালিয়াতি (ATM Fraud) নিয়ে রইল সতর্কতা। যারা ATM থেকে নিয়মিত টাকা তোলেন তারা অবশ্যই জানুন।

ATM Frauds, its Types and Prevention

প্রায় প্রত্যেকদিনই অসংখ্য মানুষ ব্যাঙ্ক জালিয়াতি, ATM জালিয়াতির ফাঁদে পা দিয়ে ফেলছেন। এখন অবশ্য গণমাধ্যমকে কাজে লাগিয়ে নানাভাবে জন সচেতনতা বাড়ানো হচ্ছে এই বিষয়ে। তবুও জালিয়াতির নিত্যনতুন ফিকির খুঁজে বার করছে প্রতারকরা। সম্প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে সিআরটি-ইনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে এই মর্মে একটি সতর্কবার্তা পোস্ট হয়েছে।

What is ATM fraud

কীভাবে ATM Fraud হয়?

ATM জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষ কীভাবে রক্ষা পেতে পারেন সেই সংক্রান্ত নির্দেশিকা রয়েছে এই পোস্টে। জালিয়াতরা যেন তেন প্রকারে আপনার ATM পিন জানার চেষ্টা করবে। কখনও কখনও মোবাইল ফোনে আসা OTP জেনে নিয়েও তারা টাকা তুলে নিতে পারে। কখনও কেওয়াইসি, কখনও বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে নানাভাবে ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করবে।

ATM প্রতারণার হাত থেকে কীভাবে বাঁচবেন?

অচেনা কোনও ব্যক্তিকে কখনও নিজের ATM পিন শেয়ার করবেন না। মনে রাখবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনও আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চায় না। এরকম কোনও ফোন এলে সঙ্গে সঙ্গে সরাসরি আপনার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন। আপনার মোবাইল ফোন নম্বর কিংবা জন্ম তারিখ ATM পিন হিসেবে ব্যবহার করবেন না।

আরও পড়ুন : লাগবে না ডেবিট কার্ড! ATM থেকে টাকা তোলার নিয়মে এল বড় পরিবর্তন

ATM মেশিনে টাকা তোলার সময় খেয়াল রাখবেন সেই সময় অন্য কোনও অপরিচিত ব্যক্তি ওই স্থানে আছে কিনা। যদি কেউ থাকে তাহলে হাত ঢেকে পিন টাইপ করুন। সিসিটিভি আছে এরকম ATM থেকেই টাকা তোলার চেষ্টা করুন। কারণ এরকম স্থানে জালিয়াতির সম্ভাবনা কমে। সিসিটিভি নেই এরকম ATM -এ জালিয়াতরা অন্য কোনও যন্ত্র লাগিয়ে রাখতে পারে।

আরও পড়ুন : ATM থেকে জাল নোট পেলে কী করবেন? কীভাবে পাবেন আসল নোট

ATM থেকে টাকা তোলার সময় দেখে নেবেন যে মেশিনে কোনও ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস লাগানো আছে কিনা। যদি থাকে তাহলে সাবধান হয়ে যান। ATM পিনের পাশাপাশি সিভিভি নম্বরও কাউকে জানাবেন না। কোনও অজানা ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে নিজের ATM কার্ড সংক্রান্ত ইনফরমেশন দেবেন না।