কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

ATM Withdrawal Limit : নগদ টাকা তোলার প্রক্রিয়া সহজ করার জন্যই চালু হয়েছে ATM মেশিন। দেশের প্রায় প্রতিটি ব্যাঙ্কের ATM রয়েছে বর্তমানে। ATM মারফত মাত্র কয়েক মিনিটেই টাকা তোলা যায়। তবে প্রতিটি ব্যাঙ্কেরই ATM থেকে টাকা তোলার সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলেই অতিরিক্ত চার্জ দিতে হয়। বর্তমানে কোন ব্যাঙ্কে সর্বোচ্চ কত টাকা তোলা যায়, কত টাকা চার্জ দিতে হয় দেখে নিন।

ATM Withdrawal Limit and Transaction Charges 2024

State Bank Of India

  • ATM থেকে ৪০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত তোলা যায়।
  • এক মাসে ৫ বার বিনামূল্যে টাকা তোলা যাবে।
  • সীমা পেরোনোর পর টাকা তুলতে গেলে ২০ টাকা অতিরিক্ত ফি দিতে হয়। সেই সঙ্গে টাকা তোলার পরিমাণের উপর GST দিতে হয়।
  • নন এসবিআই ATM থেকে টাকা তোলার জন্য ২০ টাকা ফি এবং টাকার পরিমাণের উপর GST দিতে হয়।
  • বিদেশি এটিএমে লেনদেনের সময় ১০০ টাকা GST এবং ৩.৫ শতাংশ কর দিতে হয়।

HDFC Bank

  • কার্ড ভেদে ২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত তোলা যায়।
  • মাসে ৫ বার বিনামূল্যে টাকা তোলা যাবে।
  • ৫ বারের বেশি টাকা তুলতে গেলে ২১ টাকা ফি এবং ট্যাক্স দিতে হয়।
  • নন HDFC এটিএম থেকে টাকা তোলার সময় ফি এবং ট্যাক্স দিতে হয়।
  • বিদেশি এটিএমে লেনদেনের সময় ১২৫ টাকা ফি এবং ট্যাক্স দিতে হয়।

ICICI Bank

  • কার্ড ভেদে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়।
  • পাঁচবার বিনামূল্যে টাকা তোলা যাবে।
  • ৫ বারের বেশি তুলতে গেলে ২০ টাকা ফি দিতে হয়।
  • বিদেশি এটিএম থেকে টাকা তুলতে গেলে ১৫০ টাকা ফি দিতে হয়।
  • নন ক্যাশ লেনদেনের সময় ৮.৫ টাকা ফি দিতে হয়।

আরও পড়ুন : রূপে কার্ড ব্যাবহারের সুবিধা কী কী আর অসুবিধা কী কী?

Axix Bank

  • ডেবিট কার্ডের ধরনের উপর নির্ভর করে ৪০ হাজার টাকা থেকে লাখ টাকার উপরে তোলা যায়।
  • ৫ বার বিনামূল্যে টাকা তোলা যাবে।
  • মেয়াদ অতিক্রম হয়ে গেলে ২১ টাকা ফি দিতে হয়।
  • নন অ্যাক্সিস এটিএমের ক্ষেত্রে ফি দিতে হবে।
  • বিদেশি এটিএমে লেনদেনের সময় ১২৫ টাকা ফি দিতে হয়।

আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৯.৫০% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক! টাকা রাখলেই হবেন মালামাল

Punjab National Bank

  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম থেকে ৫০ হাজার টাকা তোলা যায়।
  • বিনামূল্যে ৫ বার টাকা তোলা যাবে।
  • এর থেকে বেশি টাকা তুলতে গেলে ২০ টাকা ফি দিতে হয়।
  • নন পিএনবি এটিএমের ক্ষেত্রে ফি দিতে হবে।
  • বিদেশি এটিএমে লেনদেনের সময় ১৫০ টাকা ফি দিতে হয়।