August New Rules: ১লা আগস্ট থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

August New Rules: আগস্ট মাস শুরু হতে চলেছে। প্রত্যেক মাসে শুরুতেই বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে। আগস্ট মাসেও তার অন্যথা হবে না। আগস্ট মাসের ১ তারিখ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন আসবে। রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্কিং সেক্টর, কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন আসবে? দেখুন এক নজরে।

রান্নার গ্যাস : প্রত্যেক মাসের শুরুতে গ্যাসের দাম পুনরায় নির্ধারণ হয়। কোনও কোনও মাসে গ্যাসের দাম পরিবর্তন হয় কোন‌ও কোনও মাসে হয় না। আগস্ট মাসেও গ্যাসের দাম পরিবর্তন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত দু মাসে গ্যাসের দাম কিছুটা কমানো হয়। তাই এই মাসেও আশা করে আছেন সাধারণ মানুষ।

HDFC CREDIT CARD

ক্রেডিট কার্ড : যদি আপনি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনাকে কিছু পরিবর্তিত নিয়ম সম্পর্কে জেনে রাখতে হবে। যেমন আপনি ক্রেড, ফ্রিচার্জ, পেটিএমের মত থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ ব্যবহার করলে আপনাকে এক শতাংশ চার্জ দিতে হবে।

গুগল ম্যাপ : এখন কোথাও যাতায়াতের জন্য গুগল ম্যাপ আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। গুগল ম্যাপের উপর সার্ভিস চার্জ লাগু রয়েছে। ১লা আগস্ট থেকে গুগল ম্যাপের উপর সার্ভিস চার্জ ৭০ শতাংশ কমে যাবে বলে জানা যাচ্ছে। যার ফলে সাধারণ মানুষ লাভবান হবেন।

আরও পড়ুন : আপনার ফোনে কি ভাইরাস আছে? চেক করে নিন এইভাবে

Utility Bill

ইউটিলিটি বিল পেমেন্ট : মোবাইল রিচার্জ, কারেন্ট বিল ইত্যাদির ক্ষেত্রে লেনদেনের ব্যাপারে ৫০০০০ টাকার উপর ১% চার্জ দিতে হবে। পেট্রল বা ডিজেলের জন্য ১৫০০০ টাকার বেশি হলে ১ শতাংশ চার্জ দিতে হবে। কার্ড পেমেন্টের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট ভাঙলে ৫০ টাকা চার্জ দিতে হবে।

আরও পড়ুন : ব্যাঙ্কে কত টাকা থাকলে আজই অবসর নেওয়া যাবে? দেখে নিন হিসেব

এই জরুরী বিষয়গুলো ছাড়াও আগস্ট মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আসবে। এই মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক ছুটির তালিকাটাও তাই মাথায় রাখুন অবশ্যই।