Ram Mandir Decoration : আজ ২২ শে জানুয়ারি উদ্বোধন হলো অযোধ্যার রাম মন্দির (Ayodha Ram Mandir), তার সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১০০ কোটি টাকা দিয়ে তৈরি এই রাম মন্দিরের ফুল এবং আলোকসজ্জায় সজ্জিত কিছু ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আজ রাম মন্দিরের সেই নৈসর্গ সৌন্দর্যের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব আমরা।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে
রাম মন্দির বিতর্ক, তারপর রাম মন্দির প্রতিষ্ঠা, অবশেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই দিনটি ভারতের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আজ রাম মন্দিরে উপস্থিত হয়েছেন ভারতের নামি দামি ব্যক্তিত্বরা। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে।
ফুল দিয়ে সাজানো হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহ
রাম মন্দিরের গর্ভগৃহটি সাজানো হয়েছে ফুল দিয়ে। তবে শুধু গর্ভগৃহ নয়, গোটা মন্দির চত্বরকেই সাজানো হয়েছে ফুলের সাজ দিয়ে। মন্দিরের স্তম্ভ, ছাদ এবং দেওয়ালকে মুড়ে রাখা হয়েছে ফুল দিয়ে। তবে শুধু মন্দির বা মন্দির চত্বর নয়, গোটা অযোধ্যা শহরকেই বেশ কয়েকদিন ধরে ফুলের সাজে সজ্জিত করে তোলা হয়েছে।
গত ১৬ ই জানুয়ারি থেকে অযোধ্যায় রামলালার জীবনের পবিত্রতা সম্পর্কিত বিভিন্ন আচরণ অনুষ্ঠান চলছে। মন্দিরের পরিবেশ যাতে স্বর্গীয় হয়ে ওঠে তার জন্যই করা হয়েছে এই ব্যবস্থা। মন্দিরের স্তম্ভ, ছাদ এবং দেওয়ালে ফুলের অসামান্য শৈল্পিক নিদর্শন তৈরি করা হয়েছে, যা পরিবেশকে আরো বেশি পবিত্র করে তুলেছে।
ফুলের সাজ ছাড়াও রয়েছে আলোর রোশনাই
মন্দিরের ওপরের অংশটিও সাজানো হয়েছে বেশ সুন্দর করে। মন্দিরের কাজে মোতায়েন করা হয়েছে কয়েকশো কর্মী, যাদের অবিরাম পরিশ্রমে ফুল এবং আলোর রোশনাইতে সেজে উঠেছে রাম মন্দির। রাম মন্দির যেমন ফুলের সাজে সেজে উঠেছে অপূর্ব ভাবে ঠিক তেমনই রাতে আলোর খেলাও সত্যিই চোখে পড়ার মতো।
আরও পড়ুন : রাম মন্দির বানাতে কত টাকা খরচ হয়েছে? সেলিব্রেটিরা কে কত টাকা দিলেন?
আরও পড়ুন : রামের নামে আন্টিলিয়াকে সাজালেন মুকেশ আম্বানি! দেখুন ছবি ও ভিডিও
রাম মন্দিরের সামনে জ্বালানো হয়েছে বিরাট বড় প্রদীপ
রাম মন্দিরের উদ্বোধনের আগে থেকেই মন্দির চত্বরে চলেছে একাধিক কর্মকাণ্ড। গত শুক্রবার অর্থাৎ ১৯ শে জানুয়ারি বিশ্বের বৃহত্তম প্রদীপ জ্বালানো হয়েছিল অযোধ্যায়। এই প্রদীপের ব্যাস ছিল প্রায় ৩০০ ফুট। প্রদীপটি ১০০৮ টন মাটি দিয়ে তৈরি করা হয়। এই প্রদীপটি একটানা জ্বালানোর জন্য ব্যবহার করা হচ্ছে ২১ হাজার লিটার তেল।