কত কেজি সোনা পেলেন রামলালা? দাম শুনলে আঁতকে উঠবেন

Avatar

Published on:

Ayodhya Ram Mandir Ram Lalla`s Crown Worth 11 Crores And Other Jewellery And Clothes

Ram Lalla Jewellery Price : অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) রামলালার (Ramlalla) মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। কি অপূর্ব সুন্দর দেখতে তাকে। ভগবান শ্রী রামের ৯ বছর বয়সের প্রতিমূর্তি তুলে ধরা হয়েছে এই মূর্তির মধ্যে। রামলালার মূর্তি তৈরি করতে ঠিক কত টাকা খরচ হয়েছে সে কথা আপনি জানেন। কিন্তু আজ আপনাদের জানাবো এই মূর্তিটির সাজসজ্জার জন্য ঠিক কত টাকা খরচ হয়েছে।

রামলালার পোশাক

রামলালার পোশাকের ছবি প্রকাশ্যে আসতেই মন্ত্র মুগ্ধ হয়েছেন রাম ভক্তরা। রামলালা পরে রয়েছেন হলুদ এবং লাল রঙের একটি বস্ত্র। রামলালার পোশাকটি রামায়ন, বাল্মিকী রামায়ণ, রামচরিতমানস এবং অলবন্দর সোস্ত্রতে বর্ণিত রাম গাঁথা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই পরিধানটিতে সোনার জরির কাজ করা রয়েছে। সুতোর বুনোটে আরো অপূর্ব হয়ে উঠেছে এই পোশাক। পরিধানে রয়েছে শঙ্খ, পদ্ম এবং ময়ূর।

Ram lalla

রামলালার মুকুট

রামলালার মাথায় একটি হলুদে সোনার মোড়া মুকুট তৈরি করা হয়েছে একাধিক বহুমূল্যবান পাথর দিয়ে। এই মুকুটে রয়েছে ৭৫ ক্যারেট হীরে, ২২ ক্যারেট সোনা, ১৩৫ ক্যারেট জম্বিয়ান পান্না, ২৬২ ক্যারেট রুবি এবং বহু মূল্যবান মানিক্য। মুকুটে যে হীরেগুলি ব্যবহার করা হয়েছে সেগুলির ওজন ১ কেজি ৭০০ গ্রাম।

মুকুটের ঠিক কেন্দ্রে অবস্থান করছেন ভগবান সূর্য। ডান দিকে রয়েছে মুক্তার স্ট্রিং। মুকুটে থাকা পান্না বুদ্ধিমত্তার প্রতীক এবং রুবি হলো সূর্যের প্রতীক। অন্যদিকে হীরে বিশুদ্ধতা এবং সততার প্রতীক। এই নকশাটি হিন্দু ধর্মগ্রন্থ এবং টিভি সিরিয়াল রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে।

Ram lalla

এই মুকুটটি দান করেছেন গুজরাটের মুকেশ প্যাটেল নামে এক শিল্পপতি। মুকেশ প্যাটেল হলেন গুজরাটের ডায়মন্ডের মালিক। এই মুকুটটির দাম ১১ কোটি টাকা। মুকুট ছাড়াও রামলালার তিলকেও রয়েছে বহু মূল্যবান রত্নের সমাহার। রামলালার বিগ্রহের গয়না প্রস্তুত করেছেন লখনৌয়ের হরসহায়মল শিয়ামল জুয়েলার্স। ১৩০ বছরের বেশি সময় ধরে এই জুয়েলার্সটি সোনার অলংকার তৈরি করতে পটু।

রামলালার শরীরে রয়েছে হিরে-চুনি-পান্নার গয়না

রামলালার কপালে যে মঙ্গল তিলক রয়েছে তার ওজন ১৬ গ্রাম। তিলকের মধ্যে রয়েছে তিন ক্যারেটের বড় বড় হীরে। রামের ডান হাতে রয়েছে একটি পান্নার আংটি এবং বাঁ হাতে রয়েছে মানিকের আংটি। এই আংটিগুলির ওজন ২৬ কেজি। গলায় নেকলেসটি তৈরি পাঁচ রকমের ধাতু দিয়ে, যার ওজন ৬৬০ গ্রাম।

Ram lalla

আরও পড়ুন : কোন পাথরে তৈরি হল রামলালার মূর্তি? কেন এমন কালো পাথরই ব্যবহার হল?

রামলালার বেল্টটিও সোনার তৈরি, যার ওজন ৭৫০ কিলোগ্রাম। এই বেল্টের কোনাগুলি তৈরি করা হয়েছে ২২ ক্যারেট সোনা দিয়ে, যার ওজন ৪৪০ গ্রাম। রামের পায়েলটি তৈরি সোনা দিয়ে। তীর ধনুক দিয়ে তৈরি হয়েছে সোনা এবং রুপা দিয়ে। তীর ধনুকের মোট ওজন প্রায় ১ কেজি।

আরও পড়ুন : রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন কত? কী শিক্ষাগত যোগ্যতা লাগে পুরোহিত হতে?

রামলালার পায়ে যে খড়ম রয়েছে তার ওজন ৪০০ গ্রাম। এছাড়া রামলালার খেলনার প্রতীক হিসাবে রাখা হয়েছে রুপো দিয়ে তৈরি হাতি, উট, ঘোড়া এবং খেলনা গাড়ি। সব মিলিয়ে রামলালার অঙ্গে যে গয়না শোভা পাচ্ছে তাতে কমপক্ষে ১৫ কেজি সোনা, ১৮ হাজার পান্না এবং হীরে রয়েছে।