Donation At Ram Mandir : গত ২২শে জানুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে ইতিহাস। দীর্ঘ তর্ক বিতর্কের পর প্রায় ৫০০ বছর পর ফের রাম মন্দির (Ram Mandir) প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায় (Ayodhya Ram Temple)। মন্দির উদ্বোধনের পরের দিন থেকেই জনসাধারণের জন্য খুলে গেছে এই মন্দিরে দরজা। লক্ষ লক্ষ দর্শনার্থী নিজেদের সাধ্যমত অর্থ দান করেছেন মন্দিরের দান বাক্সে। মন্দিরের দরজা খোলার পর প্রথম দুদিনে ঠিক কত টাকা জমা পড়েছে দানবাক্সে, জানেন?
দু হাত ভরে ভক্তরা দান করেছেন মন্দিরের দান বাক্সে
প্রায় ১১০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দিরের প্রতিষ্ঠায় শুধু কেন্দ্রীয় সরকার নয়, এগিয়ে এসেছিলেন দেশের নামি দামি ব্যক্তিত্বরা। কোটি কোটি টাকা দান করা হয়েছে, এই মন্দির তৈরীর স্বার্থে। তবে এই দানের প্রক্রিয়া এখনো বর্তমান।জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়ার পর ভক্তরা দুহাত ভরে দান করেছেন রাম মন্দিরের দান বাক্সে।
খোলা হয়েছে ১০টি কাউন্টার, ব্যবস্থা রয়েছে অনলাইন ডোনেশনের
মন্দির চত্বরে মোট ১০ টি কাউন্টার খোলা হয়েছে দান গ্রহণ করার জন্য। ব্যবস্থা করা হয়েছে অনলাইন ডোনেশনেরও। অযোধ্যার রাম ভক্তরা এই দান বাক্সে মাত্র দুদিনেই দুহাত ভরে দান করেছেন। মঙ্গলবার এবং বুধবার এই দুদিনের দানের অর্থ ছাপিয়ে গেছে কয়েক কোটি টাকাকে।
গত দুদিনে অযোধ্যায় এসেছেন প্রায় ১০ লক্ষ মানুষ
মন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, গত মঙ্গলবার এবং বুধবার এই দুদিনে প্রায় ১০ লক্ষ ভক্তের সমাগম হয়েছে মন্দিরে। প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে দান বাক্সে। তবে বুধবারের হিসেব না করা গেলেও আপাতত মঙ্গলবারের দানের হিসেবে করতে পেরেছেন তারা।
আরও পড়ুন : কত কেজি সোনা পেলেন রামলালা? দাম শুনলে আঁতকে উঠবেন
প্রথম দিনেই দান এসেছে কয়েক কোটি টাকা
মঙ্গলবার হিসেব অনুযায়ী জানা গেছে, রামলালার জন্য সবমিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন এবং মন্দিরের ১০ টি কাউন্টারের জমা রাশি মিলিয়ে এই অর্থের হিসাব করা হয়েছে। আগামী দিনে এই অর্থ আরো কয়েক কোটি টাকা ছাপিয়ে যাবে বলেই মনে করছেন মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন : রামলালাকে কী উপহার দিলেন মুকেশ আম্বানি? শুনলে তাক লেগে যাবে
প্রসঙ্গত, মন্দিরের দান বাক্সে যেমন দান জমা পড়েছে তেমন মন্দির তৈরি করতেও কোটি কোটি টাকা দান করেছেন ভারতের নামিদামি ব্যক্তিত্বরা। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্য থেকে রামলালার জন্য এসেছে নানান দান সামগ্রী। এই মন্দির যে শুধু অযোধ্যা নয় সারা ভারতের জন্য ভীষণ গর্বের তা এই দানের অর্থের পরিমাণ থেকেই প্রমাণ হয়ে যায়।