Fixed Deposit : দেশের বড় বড় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হলো ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)। গ্রাহকদের ধরে রাখার জন্য প্রায়শই নিত্য নতুন অফার নিয়ে আসে এই ব্যাঙ্ক। এবার এই ব্যাঙ্ক নিয়ে এলো আরো একটি নতুন চমক। সম্প্রতি এক বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে (Fd) সুদের হার (FD Interest Rates) বাড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। দিচ্ছে এফডিতে সেরা রিটার্ন। চলুন বিস্তারিত জানা যাক।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা
ব্যাঙ্ক অফ বরোদা এবার ৭ থেকে ১৪ দিনের জন্য সুদের হার বাড়িয়ে ৩ শতাংশ থেকে করে দিচ্ছে ৪.২৫ শতাংশ। ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ দেওয়া হচ্ছে ৫.৫০ শতাংশ। প্রবীণ নাগরিকদের ৩৬৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর করেছে ব্যাঙ্ক অফ বরোদা।
কত সময়ের ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা?
৭ দিন থেকে ১৪ দিনে সাধারণ মানুষ সুদ পাচ্ছেন ৪.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৪.৭৫ শতাংশ। ১৫ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে ৪.৫০ শতাংশ সুদ, যেখানে প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৫ শতাংশ। ৪৬ দিন থেকে ৯০ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষ পাচ্ছেন ৫.৫০ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকরা ৬ শতাংশ।
৯১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষ পাচ্ছেন ৫.৬০% সুদ, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৬.১০ শতাংশ সুদ। ১২১ দিন থেকে ২১০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট রাখলে সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে ৫.৭৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৬.২৫ শতাংশ। ২১১ থেকে ২৭০ দিনের মধ্যে যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখা যায় তাহলে সে ক্ষেত্রে সাধারণ মানুষদের সুদের হার ৬.১৫ শতাংশ, যেখানে প্রবীণ নাগরিক পাচ্ছেন ৬.৬৫% সুদ।
২৭১ দিন বা তার থেকে বেশি এবং অন্যদিকে ১ বছরের কম সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষরা ৬.১৫% সুদ পাচ্ছেন, প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৬.৬৫% সুদ। ১ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষ পাচ্ছেন ৬.৮৫ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.৩৫ শতাংশ সুদ। ১ বছর থেকে ৪০০ দিনের বেশি সময়ের জন্য যদি ফিক্সড ডিপোজিটে আপনি টাকা রাখেন সে ক্ষেত্রে সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে ৬.৭৫ শতাংশ এবং প্রবীন নাগরিকদের ৭.২৫ শতাংশ সুদ।
আরও পড়ুন : ব্যাঙ্ক একাউন্টের মিনিমাম ব্যালেন্সের নিয়মে এল পরিবর্তন! নতুন নিয়ম না জানলেই নয়
৪০০ দিনের বেশি এবং ২০০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ মানুষ পাচ্ছেন ৬.৭৫ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ সুদ পাচ্ছেন। ৩ বছরের বেশি বা ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের মেয়াদে সাধারণ মানুষ পাচ্ছেন ৬.৫০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ৭ শতাংশ। ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের মেয়াদে সাধারণ মানুষ পাচ্ছেন ৬.২৫ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকদের জন্য রাখা হয়েছে ৬.৭৫ শতাংশ সুদ।
আরও পড়ুন : FD -তে সুদের হার বাড়ালো এই ৭ ব্যাঙ্ক, জেনে নিন কোন ব্যাঙ্ক কত বেশি টাকা দেবে
১০ বছরের বেশি কোন ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ জনগণের সুদের হার ধার্য করা হয়েছে ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ। এই ফিক্সড ডিপোজিটকে বলা হয় কোর্ট অর্ডার স্কিম। ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট, যাকে বলা হয় বরোদা তিরঙ্গা প্লাস ডিপোজিট স্কিম। এই স্কিমে টাকা রাখলে সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে ৭.১৬ শতাংশ সুদ এবং প্রবীর নাগরিকদের ৭.৬৫ শতাংশ সুদ।
ব্যাঙ্ক অফ বরোদার নতুন সুদের হার কত?
সময় | সুদের হার বার্ষিক (%) | |
সাধারণ নাগরিক | প্রবীণ নাগরিক | |
7 থেকে 14 দিন | 4.25 | 4.75 |
15 থেকে 45 দিন | 4.50 | 5.00 |
46 থেকে 90 দিন | 5.50 | 6.00 |
91 থেকে 180 দিন | 5.60 | 6.10 |
181 থেকে 210 দিন | 5.75 | 6.25 |
211 থেকে 270 দিন | 6.15 | 6.65 |
271 দিন থেকে 1 বছর | 6.25 | 6.75 |
1 বছর | 6.85 | 7.35 |
1 বছর থেকে 400 দিন | 6.85 | 7.35 |
400 দিন থেকে 2 বছর | 6.85 | 7.35 |
2 বছর থেকে 3 বছর | 7.25 | 7.75 |
3 বছর থেকে 5 বছর | 6.50 | 7.15* |
5 বছর থেকে 10 বছর | 6.50 | 7.50** |
399 দিন (Baroda Tiranga Plus Deposit Scheme) | 7.15 | 7.65 |