Annual Recharge Plan : Jio, Airtel নাকি BSNL? সবথেকে সস্তায় এক বছরের রিচার্জ প্ল্যান দিচ্ছে কে?

জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল, আপাতত এই ৪ টি টেলিকম অপারেটিং সংস্থাই রাজত্ব করছে ভারতে। এর মধ্যে প্রথম তিনটি বেসরকারি সংস্থা। বিএসএনএল হলো রাষ্ট্রায়ত্ত সংস্থা। স্বাভাবিকভাবেই বিএসএনএল এর তুলনায় বেসরকারি টেলিকম অপারেটিং সংস্থাগুলোর রিচার্জ প্ল্যানের দাম বেশি। এই মুহূর্তে এক বছরের রিচার্জ প্ল্যানের নিরিখে সব থেকে সস্তা অফার দিচ্ছে কে? দেখে নিন এক নজরে।

অনেক মানুষই মাসে মাসে রিচার্জ করানোর তুলনায় এক বছরের জন্য রিচার্জ করাতে পছন্দ করেন। খরচ তুলনামূলকভাবে কম হয়। আবার প্রত্যেক মাসে রিচার্জ করানোর ঝামেলা থেকে মুক্তি মেলে। বর্তমানে বেসরকারি টেলিকম সংস্থা গুলো দাম বাড়ানোর কারণে অনেকেই বিএসএনএল কোম্পানিতে সিম পোর্ট করাতে চাইছেন। এই মুহূর্তে এক বছরের রিচার্জ প্ল্যানের নিরিখেও কিন্তু বিএসএনএল সস্তায় সবাইকে টেক্কা দিচ্ছে।

BSNL

বিএসএনএল ২৩৯৫ টাকার যে বার্ষিক প্ল্যান রয়েছে সেটা নিলে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কল। সঙ্গে প্রত্যেকদিন দুই জিবি করে ডেটা পাবেন ও ১০০ টি এসএমএস পাবেন। এই প্ল্যানের মেয়াদ ৩৯৫ দিন। অন্যান্য সংস্থা তুলনায় একমাস অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল।

আরও পড়ুন : বাড়ি বাড়ি ফ্রীতে Wi-Fi দিচ্ছে BSNL! Jio, Airtel-এর মাথায় হাত

অন্যদিকে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের বার্ষিক রিচার্জের প্ল্যানের দাম বেশি। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই দুটি সংস্থা কিন্তু ৫জি স্পিডেও ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। সেই জায়গায় বিএসএনএল থ্রিজি এবং ফোরজি পরিষেবা দেয়। যদি আপনি রিলায়েন্স জিওর ৩৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান নেন তাহলে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। সেই সঙ্গে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৩৬৫ দিন।

আরও পড়ুন : পুরনো ট্যারিফ আবার ফিরিয়ে আনলো জিও! বাড়লো প্ল্যানের ভ্যালিডিটি, জানুন বিস্তারিত

Reliance Jio

আরও পড়ুন : Jio, Airtel থেকে কিভাবে BSNL পোর্ট করবেন? দেখুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

রিলায়েন্স জিও এর আরেকটি বার্ষিক প্ল্যান রয়েছে যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। রিলায়েন্স জিও এবং এয়ারটেল বর্তমানে ২ জিবি কিংবা তার বেশি ডেটার প্ল্যানের ক্ষেত্রে ৫জি পরিষেবা দিচ্ছে এখন। এয়ারটেলের ৩৫৯৯ টাকার রিচার্জে প্ল্যানেও আপনি আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন ৩৬৫ দিনের জন্য। অন্যদিকে ভোডাফোন আইডিয়া ৩৬৯৯ টাকার রিচার্জ প্ল্যান এনেছে ৩৬৫ দিনের জন্য। যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যায়।