Photo Editing App : মোবাইলে ফটো তুলুন এই ৪ অ্যাপে, প্রফেশনাল ফটোগ্রাফারকেও টেক্কা দেবেন

বর্তমান সময়কালে এক মোবাইল ফোন হাতে থাকলেই সব কাজ করা যায়। ঘড়ি, ক্যালকুলেটর, ক্যামেরা, স্মার্টফোনের মধ্যেই পাওয়া যায় সবকিছু। ছবি তোলার জন্য এখন আর আলাদা করে ক্যামেরা প্রয়োজন পড়বে না। স্মার্টফোনেই পাওয়া যায় এমন কিছু অ্যাপ্লিকেশন যেগুলো ব্যবহার করে আপনি প্রফেশনাল ফটোগ্রাফারদের মতে ছবি তুলতে পারবেন। শুধু জেনে রাখতে হবে আর ইন্সটল করে নিতে হবে এই অ্যাপগুলো। দেখুন এক নজরে।

Adobe Lightroom : এটা একটা জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ। এখন অনেকেই মোবাইল ফোনে এই অ্যাপ ব্যবহার করছেন। আপনার মোবাইলে তোলা ছবিগুলোকে আরও বেশি সুন্দর করে এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে। ছবির কোয়ালিটি, কন্ট্রাস্ট, হোয়াইট ব্যালেন্স, ফটোর রং নিজের ইচ্ছেমত সেট করতে পারবেন। গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশন।

Snapseed

Snapseed : এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেও অনেক ইউজার খুশি হয়েছেন। এই ফটো এডিটিং অ্যাপে বিভিন্ন টুল এবং ফিল্টার পাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশন। এটা ব্যবহার করে ছবি এডিট করলে কেউ ধরতেই পারবে না কোনও পেশাদার ফটোগ্রাফার ছবিটি তোলেননি।

VSCO : আপনি আপনার ফটোগুলোকে খুব স্টাইলিশ ভাবে এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে। এখানে আপনি কালার ফিল্টার, প্রিসেটের মত বেশ কিছু অপশন পাবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশন। যার ব্যবহারে আপনি আপনার ছবিতে অনেক পরিবর্তন আনতে পারেন।

আরও পড়ুন : এই ৫ কারণে ব্যান হচ্ছে একের পর এক WhatsApp Account

Photoshop Express

আরও পড়ুন : ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন ফাইল! এলো নতুন ফিচার

Photoshop Express : এই অ্যাপ্লিকেশন খুব দ্রুত এবং সহজে এডিট করার অপশন দেবে। যারা এডিটের ব্যাপারে একেবারেই কাঁচা তারা এটা ব্যবহার করতে পারেন। এখানে আপনি অনেক টুলস এবং ফিল্টার পাবেন। ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।