এই মুহূর্তে ভারতের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। চলতি বছরের নভেম্বর মাসে দুবার এই অষ্টম বেতন কমিশন নিয়ে দিল্লিতে সরব হয়েছিলেন কর্মচারীরা। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যখন একদিকে ডিএ বৃদ্ধির কথা ভাবছেন ঠিক তখনই মহার্ঘ্য ভাতা নিয়ে একটি বড় খবর শোনা গেল।
সরকারি কর্মচারীদের নাকি ৫ শতাংশ ডিএ বাড়তে পারে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর আচমকাই এমন খবর শোনা গেল গোটা দেশ জুড়ে। এতদিন মানুষ অপেক্ষা করেছিলেন ২০২৪ সালের জানুয়ারি মাসের জন্য কারণ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা রয়েছে সেই সময়, কিন্তু তার মাঝেই ৫ শতাংশ মহার্ঘ ভাতার কথা শুনতে পেয়ে রীতিমতো আপ্লুত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।
আপাতত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ্য ভাতা পান ৪৬ শতাংশ। গত বছরের অক্টোবর মাসে ৪ শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র যা ২০২৩ সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ হয়েছে ৪৬ শতাংশ। বেশ কিছু মাস ধরেই ২০২৪ সালের ডিএ নিয়ে জল্পনা কল্পনা চলছিল আর তার মধ্যেই শোনা গেল এই খবরটি।
সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। একটি জুলাই মাসে এবং একটি জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে যে ভাতা কার্যকর হয় তা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়।
ঠিক একই ভাবে জুলাই মাসে যে মহার্ঘ ভাতা কার্যকর করা হয় তা সাধারণত দুর্গাপুজোর আগে ঘোষণা করা হয়।
আরও পড়ুন : ভোটের আগে বড় ঝটকা, আগামী মাসেই লাগু হবে অষ্টম পে কমিশন? জানালো কেন্দ্র
চলতি বছরের মার্চ মাসে হবে বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হবে কিনা তার কোন ইঙ্গিত পাওয়া যায়নি। প্রসঙ্গত, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান ষষ্ঠ পে কমিশনের মহার্ঘ ভাতা। আগামী দিনে এই ভাতা কবে বানানো হবে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কর্মচারীরা।
আরও পড়ুন : ভুলে যান লক্ষ্মীর ভান্ডার, বাংলার মেয়েদের ২৫ হাজার টাকা দেবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যর
প্রসঙ্গত, ২০২৪ সালে মহার্ঘ ভাতা ঘোষণা করা হলেও তা কার্যকর হতে আরো ৩ বছর লেগে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকার তাই আপাতত সরকারি কর্মচারীদের জন্য নতুন কিছু স্কিম আনার সিদ্ধান্ত নিয়েছেন সরকার যা খুব শীঘ্রই জানানো হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অপেক্ষা করছেন সর্বভারতীয় মূল্য সূচকের।
আরও পড়ুন : ২৩,৫৪৯ শিক্ষক-অশিক্ষক কর্মীকে নোটিশ! কলকাতা হাইকোর্টের পদক্ষেপে তোলপাড় বাংলা