বদলে গেল বার্থ সার্টিফিকেটের নিয়ম! কীভাবে নতুন বার্থ সার্টিফিকেট পাবেন জেনে নিন

Birth Certificate New Rule : শিশুর জন্মের পরপরই বার্থ সার্টিফিকেট নেওয়াটা এখন বাধ্যতামূলক। বার্থ সার্টিফিকেটই সেই শিশুর প্রথম পরিচয় পত্র। তবে এবার বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন আনা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। যা মেনে চলতে হবে প্রত্যেকটি রাজ্যকে। কী পরিবর্তন এল বার্থ সার্টিফিকেটের নিয়মে? জেনে নিন।

বার্থ সার্টিফিকেটের নতুন নিয়ম

শিশুর জন্মের পর বার্থ সার্টিফিকেট পেতে গেলে এতদিন বাবা ও মাকে তাদের পরিবারের ধর্ম জানাতে হত। তবে এবার থেকে বাবা এবং মায়ের ধর্ম আলাদা আলাদা ভাবে বার্থ সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়মের খসড়া তৈরি করেছে। আগামী দিনে প্রত্যেকটি রাজ্যকে পাঠানো হবে এই নির্দেশ। এবার থেকে প্রত্যেক শিশুর জন্মের পর NPR আপডেট হবে।‌ তাতে শিশুর বাবা এবং মায়ের তথ্য থাকবে। বাবা-মায়ের নাম, ধর্ম, মোবাইল নম্বর, আধার নম্বর, ইমেইল আইডি, ঠিকানা দিতে হবে।

কীভাবে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

  • স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে বার্থ সার্টিফিকেট পেতে হলে ‘ফরম নম্বর ১ বার্থ রিপোর্ট’ পূরণ করতে হবে।
  • বার্থ সার্টিফিকেটে শিশুর ধর্মের উল্লেখ থাকবে।
  • বাবা এবং মায়ের ধর্মের উল্লেখ থাকতে হবে।
  • দত্তক নেওয়ার ক্ষেত্রেও বাবা ও মায়ের ধর্ম পৃথকভাবে উল্লেখ করতে হবে।

রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ আমেন্ডমেন্ট বিল ২০২৩

২০২৩ সালের আগস্ট মাসে সংসদে পাশ হয়েছে রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ আমেন্ডমেন্ট বিল ২০২৩। এই বিলকে আইনে পরিণত করা হয়েছে। নতুন এই আইন ২০২৩ সালের ১ লা অক্টোবর থেকে কার্যকর হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ নথির জন্য আবেদন করতে গেলে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া যেতে পারে।

আরও পড়ুন : ব্যাঙ্কে কতগুলো অ্যাকাউন্ট খোলা যায়? একাধিক অ্যাকাউন্ট থাকলে কি কি সমস্যা হয়?

বার্থ সার্টিফিকেটের ব্যবহার এবং গুরুত্ব

  • নতুন আইনের ফলে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বেড়েছে। এই নথি একাধিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে। যেমন,
  • স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় ব্যবহার করা যাবে,
  • ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যাবে‌,
  • ভোটার তালিকা তৈরি,
  • আধার, পাসপোর্টের জন্য আবেদন করা যাবে,
  • বিয়ের রেজিস্ট্রেশনে ব্যবহার করা যাবে,
  • সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় নথি হিসেবে দেওয়া যাবে,