২০২১ এর নির্বাচনের আগে বাংলাতে লক্ষ্মীর ভান্ডার চালু করে কার্যত মহিলাদের ভোটের একটা বড় অংশ ঝুলিতে ভরে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও হাতিয়ার সেই লক্ষ্মীর ভান্ডার। ভাতার টাকা বৃদ্ধি এবং সেই সঙ্গে আরও মহিলাকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্মীর ভান্ডারই নাকি বন্ধ হয়ে যাবে। এমনটাই জানালেন এক বিজেপি নেত্রী।
সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া শুরু হলেও এই মুহূর্তে তা বেড়ে হয়েছে যথাক্রমে ১০০০ টাকা এবং ১২০০ টাকা। যার ফলে খুশি হয়েছেন রাজ্যের মহিলারা। কিন্তু বিজেপির এক মহিলা মোর্চা নেত্রী সাফ সাফ জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যেই নাকি বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার।
বিজেপির ওই মহিলা মোর্চা নেত্রী বলেছেন ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি যদি বাংলাতে ৩৫ টি আসনের জয়ী হতে পারে তাহলেই তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হবে। ভোটের মুখে বিজেপি নেত্রীর মুখে এই কথাতে স্বাভাবিকভাবেই রাজনীতির অন্দরমহলে শোরগোল পড়ে গিয়েছে।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। তাদের দাবী বাংলার নারী শক্তিকে নিশানা করেছে বিজেপি। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, বিজেপি ৫৯ লক্ষ মানুষকে মনরেগার টাকা থেকে বঞ্চিত করেছে। ১১.৩৬ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করেছে।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা ঢুকছে কিনা চেক করুন এইভাবে
Watch as this @BJP4India leader openly targets “Nari-Shakti” by threatening to discontinue Lakshmir Bhandar, a scheme that uplifts the women of Bengal.
After depriving 59 lakh people of their MGNREGA dues, 11.36 lakh people of their Awas Yojana funds, the BJP now wants to… pic.twitter.com/hcdTD2jzg8
— All India Trinamool Congress (@AITCofficial) April 15, 2024
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারের জন্য কীভাবে আবেদন করবেন? কী কী ডকুমেন্টস লাগবে?
এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন বাংলার ২.১১ কোটি মহিলা। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সাবধান করে বলেছিলেন তৃণমূল ক্ষমতায় না থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবেন না। তবে বিজেপি নেত্রীর মুখে এই কথা শুনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পাল্টা বলেছে, “বিজেপির জমিদারি এজেন্ডার তীব্র নিন্দা করছি। বিজেপির একটাই লক্ষ্য, কারও ভালো করবো না এবং কারও ভালো হতে দেব না।”