ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে টিভি-সিনেমা! বড় ঘোষণা কেন্দ্র সরকারের

D2M Service : এখন স্মার্ট ফোনে (Smart Phone) বিভিন্ন সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যায় সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ। স্মার্টফোনের বাড়-বাড়ন্তের ফলে অনেকেই এখন টিভি (TV) দেখা প্রায় ছেড়েই দিয়েছেন। কিন্তু স্মার্টফোনে সিনেমা বা সিরিয়াল দেখার জন্য সবথেকে বেশি জরুরি ইন্টারনেট (Internet)। তবে এবার ইন্টারনেট ছাড়াই আপনি আপনার স্মার্ট ফোনে দেখতে পাবেন সিনেমা বা সিরিয়াল। কেন্দ্রীয় সরকারের (Central Government) নতুন পদক্ষেপের ফলে আপনি আপনার স্মার্টফোনে সিনেমা বা সিরিয়াল দেখতে পাবেন ইন্টারনেট বা সিম কার্ড (Sim Card) ছাড়াই।

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে সিনেমা বা সিরিয়াল

বর্তমান সমাজ যেমন স্মার্টফোন ছাড়া অচল তেমন স্মার্টফোন একেবারেই অচল ইন্টারনেট ছাড়া। ইন্টারনেটের মাধ্যমেই দেখা যায় বিভিন্ন সিরিয়াল সিনেমা এবং ওয়েব সিরিজ। কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একটি ব্যবস্থা চালু করা হলো, যার ফলে স্মার্ট ফোনে সিনেমা সিরিয়াল দেখার জন্য লাগবে না ইন্টারনেট, লাগবে না সিম কার্ডও।

স্মার্টফোনে ব্যবহার করা হবে D2M পরিষেবা

স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জেগেছে, যদি মোবাইল ডাটা ব্যবহার করা হয় তাহলে কিভাবে ফোনে অনলাইনে সিনেমা বা সিরিয়াল দেখা যাবে? দেখা যাবে কিন্তু একেবারে অন্য পদ্ধতিতে। d2h পরিষেবা সম্পর্কে সকলেই মোটামুটি অবগত। এই পরিষেবার মাধ্যমে টেলিভিশনে বিভিন্ন চ্যানেল সম্প্রচারিত করা হয়। ঠিক একই পদ্ধতি ব্যবহার করে এবার স্মার্ট ফোনেও সরাসরি সম্প্রচারিত করা হবে এই পরিষেবা। এককথায় d2h হতে চলেছে d2m।

কোথায় কোথায় চালু হবে এই পরিষেবা?

তবে বিষয়টি শুধু পরিকল্পনার মধ্যেই সীমিত নেই, এই পরিষেবা দ্রুত শুরু করার জন্য ইতিমধ্যেই ১৯ টি শহরে পরীক্ষামূলকভাবে পরিষেবা প্রদান শুরু হয়ে যাবে। সম্প্রতি এই কথা ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকে সচিব অপূর্ব চন্দ্র জানালেন, এই প্রযুক্তির জন্য ৪৭০-৫৮২ মেগাহাটর্জ স্পেকট্রাম সংরক্ষণ করা হতে পারে। এই পরিষেবা চালু হলে ৫জি নেটওয়ার্কের উপর কিছুটা হলেও চাপ কমে যাবে।

আরও পড়ুন : ১০ হাজারের মধ্যে 5G স্মার্টফোন! দুর্দান্ত ফিচার্স দিচ্ছে এই ৪ টি মোবাইল

স্মার্টফোন D2M পরিষেবায় কী কী সুবিধা হবে?

গতবছর পাইলট প্রজেক্ট হিসাবে বেঙ্গালুরু এবং নতুন দিল্লির কর্তব্য পথ এবং নয়ডায় এই পরিষেবা শুরু করা হয়। এই পরিষেবা শুরু হওয়ার ফলে একদিকে যেমন 5g নেটওয়ার্কের উপর চাপ কমে যাবে তখন অন্যদিকে ভিডিও বাফারিং- এর সমস্যাও দূর হয়ে যাবে। নতুন এই প্রযুক্তিটি তৈরি করেছে সাংখ্য ল্যাবস এবং আইআইটি কানপুর।

আরও পড়ুন : ফোন হবে নতুনের মত! পুরনো স্মার্টফোনের স্পিড বাড়াতে করুন এই ৫ টি কাজ

স্মার্টফোন D2M পরিষেবায় কী কী অসুবিধা হবে?

প্রসঙ্গত, এই নতুন পরিষেবা চালু হলে ৫-জি র ওপর চাপ কিছুটা কমে যাবে ঠিকই কিন্তু টেলিকম সংস্থাগুলি কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হবেন। তবে এই পরিষেবা পাওয়ার জন্য ঠিক কী কী করতে হবে গ্রাহকদের বা কত টাকা খরচা করতে হবে তা জানা যায়নি এখনো।