হু হু করে নেমে গেল চালের দাম! লোকসভার আগে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের

Bharat Rice : প্রত্যেক মানুষের কাছে মূল খাদ্যদ্রব্য হল চাল, ডাল এবং আটা। তবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা বর্ধিত দামের চাল, ডাল, আটা কিনতে গিয়ে রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছে। এবার মানুষের এই সমস্যা দূর করার জন্যই কেন্দ্রীয় সরকার (Central Government) চালু করল ভারত চাল। কত টাকা দাম এই চালের? কোথায় বা পাবেন এই চাল? জানুন বিস্তারিত।

মাত্র ২৯ টাকায় পাওয়া যাবে চাল

বাজারে অন্যান্য চাল মোটামুটি ৪০ টাকার আশেপাশে বিক্রি করা হয়। এত টাকা মূল্যের চাল কিনতে রীতিমতো সমস্যায় পড়তে হয় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের। মানুষের এই সমস্যা মেটানোর জন্যই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে ভারত চাল আনা হয়েছে যার প্রতি কেজিতে দাম রাখা হয়েছে ২৯ টাকা। ভর্তুকিযুক্ত এই চাল ৫ কেজি এবং ১০ কেজির প্যাকেটে পাওয়া যাবে।

কোথায় পাবেন এই চাল?

NAFED, NCCF, এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে। যে সকল গ্রাহকরা সস্তায় চাল কিনতে চান তারা নিকটবর্তী NAFED, NCCF, এবং কেন্দ্রীয় ভান্ডারে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে প্রয়োজন মত ৫ কেজি অথবা ১০ কেজি ওজনের ভারত চাল সংগ্রহ করতে পারেন গ্রাহকরা।

অনলাইনেও কিনতে পারবেন এই চাল

আপনি চাইলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা মোবাইল ভ্যান এবং ফিজিক্যাল আউটলেটের মাধ্যমেও এই চাল কিনে নিতে পারেন। এছাড়াও আগামী দিনে ই-কমার্স ওয়েবসাইটগুলিতে এই চাল পাওয়া যাবে বলে ঘোষণা করেছেন কেন্দ্র সরকার। যদিও পুরোটাই এখনো পরিকল্পনার মধ্যেই রয়েছে।

আরও পড়ুন : এক টাকাও লাগবে না, বিনামূল্যে পাবেন LPG সিলিন্ডার! আবেদন করুন ঝটপট

আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে গ্রাহকরা বাড়িতে বসেই Amazon এবং Flipkart সহ অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে ২৯ টাকা কেজি দরে ভারত চাল সংগ্রহ করে নিতে পারবেন ভীষণ সহজেই। প্রসঙ্গত, ভারত আটা এবং ভারত ডালের পর ভারত চাল বিক্রি করার এই সিদ্ধান্তে রীতিমতো উপকৃত হবেন বহু মানুষ।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার ফেল! মহিলাদের ‘লাখপতি’ বানাবে কেন্দ্রর এই প্রকল্প, জানুন আবেদন পদ্ধতি

প্রসঙ্গত, আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক এবং বিরোধীদল সকলেই। কিছুদিন আগেই রাম মন্দির উদ্বোধন করে মানুষের মনে আলাদাই জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নির্বাচনের কিছুদিন আগে কম মূল্যের ভারত চাল বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করে আরো যে একটি মাস্টার্সস্ট্রোক খেললেন প্রধানমন্ত্রী, তা বলাই বাহুল্য।