South Bengal : জানুয়ারি মাসের শেষভাগে ফের প্রবল দুর্যোগের সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। সাগরের উপর উচ্চচাপ বলয় এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাব কার্যত দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপর ব্যাপক প্রভাব ফেলতে চলেছে। আজ মঙ্গলবার ৩০ শে জানুয়ারি, আজ থেকেই বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে জেলায় জেলায়। জেনে নিন আজকের আবহাওয়ার খবর।
চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে বঙ্গোপসাগরের উপর এখন সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট এই ঘূর্ণবাতের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার। তবে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির দাপট বাড়বে। এদিকে আবার গাঙ্গেয় সমতলের উপর সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড। ঘন্টায় ২৬০ থেকে ২৭০ কিলোমিটার বেগে বইবে সেই বাতাস।
কেমন থাকবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়া?
তবে বৃষ্টির প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা পারদ কিছুটা উপরে উঠবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পার্শ্ববর্তী জেলাতে শীতের আমেজ থাকবে। উত্তরবঙ্গে শীত এবং বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই-তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে আজ উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া?
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়ার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে তুষারপাতের সম্ভাবনা আছে। কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হবে। দার্জিলিং এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা আছে।
আরও পড়ুন : ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! বৃষ্টির তান্ডবে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এই ৯ জেলা
শীত এবং বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার দাপট এখনো জারি থাকবে বলেই জানানো হয়েছে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এর সম্মিলিত প্রভাবেই আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে যাবে।
আরও পড়ুন : আজ থেকেই আবহাওয়া বদল! ৫-৬ দিন তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি সতর্কতা
আগামী ৩ দিন কবে কোথায় বৃষ্টি হবে?
৩০শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনাতে বৃষ্টি হবে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উভয় ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলাগুলোতে। সেই সঙ্গে কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার নদিয়া এবং সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।