March 2024 : প্রায় প্রত্যেক অর্থবছরের শেষ এবং নতুন অর্থবছরের শুরুতে ব্যাঙ্ক (Bank) ও পোস্ট অফিসের (Post Office) অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় দরকারি কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয় গ্রাহকদের। এই বছরেও রয়েছে তেমন কিছু নির্দেশ। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের বিনিয়োগকারীদের (Investment) উদ্দেশ্যে জারি হয়েছে নতুন নোটিশ। আগামী ৩১ শে মার্চের মধ্যে এই কাজগুলো না সেরে ফেললে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। দেখুন সেগুলো কী কী।
Small Savings Scheme
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund), সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account), ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme) সংক্রান্ত একাধিক ক্ষেত্রের অ্যাকাউন্টধারীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে সতর্কতা। যারা এখনও ন্যূনতম বার্ষিক আমানত জমা করেননি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে ৩১শে মার্চের পর। আপনাকে জরিমানাও দিতে হতে পারে তার জন্য। বঞ্চিত হতে পারেন কর সঞ্চয়ের থেকে।
PPF, NPS, Sukanya Samriddhi Rules
পিপিএফ, এনপিএস, সুকন্যা সমৃদ্ধি যোজনার মত অ্যাকাউন্টগুলোতে ন্যূনতম টাকা জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ শে মার্চ। ২০২৩-২৪ অর্থ বছরে যারা টাকা জমা দেননি তাদের ৩১ শে মার্চের মধ্যে টাকা জমা দিতেই হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে প্রত্যেক অর্থ বছরে ন্যূনতম ৫০০ টাকা জমা দিতে হয়। নয়তো বন্ধ হয়ে যাবে পিপিএফ অ্যাকাউন্ট।
যদি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ঋণ এবং আংশিক প্রত্যাহার করার সুযোগ পাবেন না। অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে নিজের নামে খুলতেও পারবেন না। পুনরায় বন্ধ হওয়া অ্যাকাউন্ট খুলতে হলে প্রতিবছর ৫০ টাকা করে জরিমানা দিতে হবে। সেইসঙ্গে ৫০০ টাকা করে বার্ষিক জমাও দিতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে প্রত্যেক ৫৫০ টাকা করে দিতে হবে।
আরও পড়ুন : ট্যাক্স না দিয়েও হবে লাখ লাখ টাকার সেভিংস! টাকা রাখুন এইভাবে
সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে বছরে অন্তত ২৫০ টাকা করে জমা দিতে হয়। যদি কেউ এক বছরে ২৫০ টাকা দিতে ব্যর্থ হন তাহলে অ্যাকাউন্ট রিস্টার্ট করাতে হলে তাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে প্রত্যেক বছর ২৫০ টাকা করেও জমা দিতে হবে অ্যাকাউন্টে। এছাড়া আপনি যদি সঠিক সময়ে অ্যাকাউন্টে টাকা জমা না দেন তাহলে কর ছাড়ের দাবি করতে পারবেন না।
আরও পড়ুন : স্বামী-স্ত্রী একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে পাওয়া যায় এইসব সুবিধা
আয়কর আইনের ৮০ সি ধারা অনুসারে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তার জন্য ২০২৪ সালের ৩১ শে মার্চের মধ্যেই আপনাকে বিনিয়োগ করে ফেলতে হবে। এই সময় পেরিয়ে গেলে সেই অর্থবছরে আর করছাড়ের দাবী করতে পারবেন না আপনি।