কত টাকার মালিক মীনাক্ষী মুখার্জী? পড়াশুনার দৌড়ই বা কতদূর?

Minakshi Mukherjee : মীনাক্ষী মুখার্জী, নামটা এখন রাজ্য রাজনীতিতে উঠে আসছে বারবার। ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সম্পাদক তিনি। বামেদের ব্রিগেড ক্যাপ্টেন। তবে রাজ্যবাসী অবশ্য তাকে একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই চিনছেন। মমতা ব্যানার্জী, শুভেন্দু অধিকারীদের মত মহারথীদের বিরুদ্ধে নন্দীগ্রামে বাম প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এহেন মীনাক্ষীর সম্পত্তির পরিমাণ (Minakshi Mukherjee Net Worth) কত? বিদ্যের দৌড়ই বা কতদূর (Minakshi Mukherjee Educational Qualification)? জানলে চমকে যাবেন।

মীনাক্ষী মুখার্জীর ছোটবেলা কেমন ছিল?

মীনাক্ষী মুখার্জির ছোটবেলা কেটেছে আসানসোলের কুলটি শহরে। সেখানেই তিনি পড়াশোনা করেছেন, বড় হয়েছেন। মীনাক্ষী মুখার্জির পড়াশোনার দৌড় দেখলে সত্যিই তাক লেগে যায়। তিনি ২০০০ সালে মাধ্যমিক পাস করেছেন মধ্যশিক্ষা পর্ষদ থেকে। এরপর ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্নাতক স্তরের পড়াশোনার জন্য ভর্তি হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

মীনাক্ষী মুখার্জীর শিক্ষাগত যোগ্যতা কত?

২০০৫ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হন মীনাক্ষী। ২০০৭ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতকোত্তর হয়েছিলেন। এরপর ২০১০ সালে তিনি বিএড পাশ করেন। তাও সেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই। মীনাক্ষী বিয়ে করেননি। তিনি কোনও চাকরিও করেন না। রাজনীতিই এখন তার কর্মক্ষেত্র।

মীনাক্ষী মুখার্জির সম্পত্তির পরিমাণ কত?

একুশের নির্বাচনে নন্দীগ্রামের বাম প্রার্থী হিসেবে কমিশনের কাছে হলফনামা জমা দিতে হয়েছিল মীনাক্ষীকে। সেখানে তিনি জানান তার বার্ষিক কোনও আয় নেই। বিয়ে করেননি, তাই স্বামীর আয়ের প্রশ্ন নেই। আর্থিকভাবে তার পরিবারের কেউ তার উপর নির্ভরশীল নয়। যখন তিনি হলফ নামা জমা দিচ্ছিলেন তখন তার হাতে ছিল নগদ ১৩০০ টাকা।

আরও পড়ুন : গাইতে হবে রাজ্য সংগীত, এই দিনে পালন হবে রাজ্য দিবস! এল নবান্নের নির্দেশ

মীনাক্ষীর নামে ওই সময় দুটি ব্যাংক অ্যাকাউন্টের খতিয়ান পাওয়া গিয়েছিল। যার একটিতে ছিল ৮১ হাজার ১৮১ টাকার ৭২ পয়সা। অন্যটিতে ছিল ৫০০০ টাকা। তার নামে এলআইসির একটি পলিসি ছিল যার প্রিমিয়াম ৪৭১৭ টাকা। আর ছিল ৪০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল। তিনি যে বাড়িতে বসবাস করেন সেটার আয়তন ৪৩৫ স্কয়ার ফুট।

আরও পড়ুন : মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কে? কে নেবে বাংলার দায়িত্ব?

মীনাক্ষী মুখার্জীর বেতন কত?

বর্তমানে মীনাক্ষীর বেতন বলতে ৫০০০ টাকা। তিনি পার্টি থেকে প্রতিমাসে এই ভাতা পেয়ে থাকেন। ২০২১ সালের রিপোর্ট অনুসারে মীনাক্ষীর সম্পত্তির খতিয়ান সম্পর্কে এটুকুই জানা গিয়েছে। ৩৯ বছর বয়সী এই উচ্চশিক্ষিতা তরুণী এখন বামেদের অন্যতম যোদ্ধা। তার ভাষণে উত্তপ্ত হয়ে ওঠে বক্তৃতা মঞ্চ। সাধারণ মানুষের মধ্যে দিনে দিনে বাড়ছে তার জনপ্রিয়তা।