Indian Railways: বদলে যাবে বাংলার একাধিক রেল স্টেশনের চেহারা! বিরাট ঘোষণা রেলের

Riya Chatterjee

Published on:

Eastern Railway Will Moderate 17 Rail Station In West Bengal Before Loksabha 2024

সামনেই লোকসভা নির্বাচন। সাধারণের মন জয়ের পথে স্বাস্থ্য-শিক্ষা-চাকরির পাশাপাশি রেলওয়ে পরিষেবার (Railway Service) উন্নয়নও এখন কেন্দ্রের হাতিয়ার। সারা দেশ জুড়ে রেলওয়ে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এবার পালা পশ্চিমবঙ্গের (West Bengal)। বাংলার রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের করে তুলতে তৎপর ভারতীয় রেল (Indian Railway)।

সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে একটি ঘোষণা করে জানানো হয়েছে নতুন করে দেশের ২৮ টি রেল স্টেশনের উন্নয়নের খাতে ৭০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরমধ্যে পশ্চিমবঙ্গের ১৭ টি স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে ৫৪৪ কোটি টাকা। ব্যান্ডেল স্টেশন, নৈহাটি, দমদম সহ একাধিক স্টেশনের আধুনিকীকরণ হবে। ৪৮টি সড়ক, ওভারব্রিজ এবং আন্ডারপাসও পেতে চলেছে পশ্চিমবঙ্গ।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর জানিয়েছেন পশ্চিমবঙ্গের যে স্টেশনগুলোর আধুনিকীকরণ হবে তার মধ্যে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে হুগলির ব্যান্ডেল জংশন স্টেশনের জন্য। ৩০৭ কোটি টাকার বরাদ্দ হয়েছে ব্যান্ডেল জংশনের জন্য। ব্যান্ডেলকে আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তবে ব্যান্ডেল জংশন ছাড়াও রাজ্যের অন্যান্য যে স্টেশনগুলোর নাম এই তালিকাতে রয়েছে সেগুলো হল পানাগড়, ধুলিয়ান গঙ্গা, জঙ্গিপুর রোড, বালি, চন্দননগর, ডানকুনি, বনগাঁ, বারাসাত, দমদম জংশন, গেঁদে, কল্যাণী, বনগাঁ, নৈহাটি, সোনারপুর। বাংলাতে এর আগেও রেল ব্যবস্থার উন্নয়নে একাধিক এরকম পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন : অনলাইনে টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন, বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম

পূর্ব রেল এরই মধ্যে মধ্যমগ্রাম স্টেশনের পুনরোন্নয়নের কাজ শুরু করে দিয়েছেন। মধ্যমগ্রাম স্টেশনের পাশেই রয়েছে বিমানবন্দর। আবার কাছাকাছি মেট্রো স্টেশনও চালু হচ্ছে। তাই আগামী দিনে এই স্টেশনে যাত্রীদের সংখ্যা বাড়বে। সেই কথা মাথায় রেখে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় মধ্যমগ্রাম স্টেশনের পুনরোন্নয়ন এবং আধুনিকীকরণের কাজ চলছে। যার জন্য বরাদ্দ হয়েছে ১৩.২৭ কোটি টাকা।

আরও পড়ুন : বদলে গেল নিয়ম, এবার থেকে স্টেশনে এই কাজ করলেই হবে জেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ শে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় ভার্চুয়ালি ২৩ টি স্টেশন, ৬ টি রোড আন্ডার ব্রিজ, এবং ২ টি রোড ওভার ব্রিজের শিলান্যাস করলেন। ৪৫টি রেলস্টেশনের পুনরুন্নয়নের পাশাপাশি সড়ক, ওভারব্রিজ এবং আন্ডারপাস মিলিয়ে আরও ৪৮টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন তিনি। ‘২০৪৭ -এর উন্নত দেশ এবং উন্নত রেলওয়ে’ থিম নিয়েছে কেন্দ্র সরকার।