Coaching Centre New Rules : দেশে বিভিন্ন স্তরের পড়াশোনার জন্য কোচিং সেন্টার (Coaching Centre) রয়েছে, যেখানে দেশের হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এবার এই কোচিং সেন্টার নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের (Central Government) শিক্ষা মন্ত্রণালয় (Education Ministry)। বেশ কয়েক মাস ধরে কোচিং সেন্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগের রাশ টানার জন্যই কেন্দ্রীয় তরফ থেকে ৫ টি নিয়ম জারি করা হলো, যা না মানলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে কোচিং সেন্টারগুলিকে। এই নিৰ্দেশ সম্পর্কে বিস্তারিত জানা যাবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট education.gov.in এ।
Coaching Centre গুলোর জন্য কেন্দ্রীয় সরকারের ৫ নির্দেশ
রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশ
১) গাইডলাইনের নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি কোচিং সেন্টারকে স্থানীয় প্রশাসনের কাছে নির্দিষ্ট ফর্মে আবেদন জানিয়ে সেন্টার চালানোর ছাড়পত্র নিতে হবে। আবেদনপত্রে টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে। কোচিং সেন্টারের যদি একাধিক শাখা থাকে সেক্ষেত্রে তাদের আলাদা আলাদা ভাবে রেজিস্ট্রেশন নিতে হবে কর্মকর্তাকে।
ছাত্র-ছাত্রীদের বয়স সংক্রান্ত নির্দেশ
২) কোনও পড়ুয়াকে কোচিং সেন্টারে ভর্তি নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য যে নির্দিষ্ট সময়সীমা কেন্দ্রের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেটি হল ১৬ বছর। ১৬ বছরের নিচে কোনও শিশুকে কোচিং সেন্টারে ভর্তি নেওয়া যাবে না। মাধ্যমিক বা দশম শ্রেণীর শংসাপত্র দেখে তবেই সেই শিশুকে ভর্তি নিতে হবে কোচিং সেন্টারে।
টিউশন ফি সংক্রান্ত নির্দেশ
৩) টিউশন ফি নিয়ে নানা ধরনের অভিযোগ থাকে কোচিং সেন্টার গুলির ওপর। টিউশন ফি বেঁধে দেওয়া না হলেও টিউশন ফি যাতে সকলের সাধ্যের মধ্যে থাকে সেদিকে নজর দিতে হবে। এছাড়া টিউশন ফি নেওয়ার পর তার রশিদ অভিভাবক বা পরিবাদের হাতে তুলে দিতে হবে।
আরও পড়ুন : বদলে গেল Madhyamik এবং HS পরীক্ষার সময়! রইল নতুন সময়সূচী ও Exam Routine
ছাত্র-ছাত্রীদের টাকা ফেরত দিতে হবে
৪) মাঝপথে যদি কোন পড়ুয়া কোচিং সেন্টার ছেড়ে দিতে চান সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা উল্লেখ করতে হবে আবেদন পত্রে। কোনও পড়ুয়া মাঝপথে কোচিং সেন্টার ছেড়ে দিলে কীভাবে টাকা ফেরত পাবে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবেদন পত্রে।
আরও পড়ুন : মহিলারা ১২ হাজার টাকা করে পাবেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে, জানুন কীভাবে
কমপ্লেন ডেস্কের ব্যবস্থা
৫) প্রত্যেকটি কোচিং সেন্টারে একটি করে অভিযোগের জায়গা রাখতে হবে যেখানে পড়ুয়া বা অভিভাবকরা অভিযোগ জানাতে পারবেন। পড়ুয়া বা অভিভাবকদের পাশাপাশি শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও পড়ুয়া বা অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন এই কমপ্লেন ডেস্কের মাধ্যমে। কোন ভুল ত্রুটি বা অসহযোগিতার অভিযোগ উঠলে তা এই কমপ্লেন ডেস্কের মাধ্যমে জানানো যাবে।