Political Funding : সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। শেষ মুহূর্তে প্রচারের প্রস্তুতি এখন তুঙ্গে। শুধু মুখে ভোটের প্রচার করলেই তো হলো না। জনসভা আছে, মিটিং-মিছিল আছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে প্রচার চালানো, ফ্ল্যাগ-ব্যানার ইত্যাদি বানানো, বলতে গেলে জলের মত টাকা খরচ করতে হয় রাজনৈতিক দলগুলোকে। কিন্তু প্রশ্ন হল এত টাকা দলগুলো পায় কোথা থেকে? কারা যোগান দেয় এই টাকার?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে খরচ কত হবে?
প্রত্যেকবার ভোট এলেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মুখ থেকে ঝরে পড়ে নানা প্রতিশ্রুতি। সেইসঙ্গে যেভাবে প্রচার চালানো হয় তার আয়োজন যেন কোনও রাজকীয় যজ্ঞের থেকে কম নয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও এর অন্যথা কিছু হবে না। সেন্টার ফর স্টাডিজের অনুমান, এই নির্বাচনে ১.২ লক্ষ কোটি টাকার বেশি খরচ হবে।
ভারতের নির্বাচনী ব্যয়ের টাকা আসে কোথা থেকে?
আসন্ন নির্বাচনের টাকা খরচের যে অঙ্কটা প্রকাশ্যে আসছে তা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খরচকেও ছাপিয়ে যাবে বলে দাবি করা হচ্ছে। তবে এরই মধ্যে কিন্তু টাকার ব্যবস্থা হয়েও গিয়েছে। গণপ্রতিনিধিত্ব আইন অনুসারে রাজনৈতিক দলগুলো অনুদান গ্রহণ করতে পারে সাধারণ মানুষের থেকে। যেকোনও ব্যক্তি রাজনৈতিক দলগুলোকে অনুদান দিতে পারে। তার জন্য সম্পূর্ণ কর ছাড় পাবে এমনই নিয়ম রয়েছে।
Political funding: Who pays for the party?
শুধু কোনও ব্যক্তি নয়, একাধিক কোম্পানি নির্বাচনী ট্রাস্ট এবং অন্যান্য মাধ্যমে নিজের পছন্দমত দলগুলোকে অনুদান দিতে পারে। কোম্পানি আইনসহ একাধিক নিয়মের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালিত হয়। সেই সঙ্গে নির্বাচনী বন্ডের ব্যবস্থাও তো আছে। ২০১৭ সাল থেকে চালু হয় এই ব্যবস্থা। যদিও লোকসভা ভোটের মুখে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে এবং বিষয়টি এখন মামলাধীন রয়েছে।
আরও পড়ুন : দেশের সবথেকে গরীব মুখ্যমন্ত্রী, কত সম্পত্তির মালিক মমতা ব্যানার্জী?
নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে?
নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে ২০১৮ সালের মার্চ থেকে ২০২৪-এর জানুয়ারি মাসের মধ্যে বিভিন্ন কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলোতে ১৬ হাজার ৫১৮ কোটি টাকা অনুদান দিয়েছে। এই কর্পোরেট সংস্থাগুলোর পরিচয় গোপন রয়েছে। এর মধ্যে ৬৯৮৬ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ১৩৯৭ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে ১৩৩৪ কোটি টাকা।
আরও পড়ুন : লোকসভায় কত আসন পাবে তৃণমূল? কত আসনে জিতবে বিজেপি?
এক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ কী?
নির্বাচন কমিশন ১৯৯৪ সাল থেকে ২০১২ সালের মধ্যে ৬ বার নির্বাচনী সংস্কার নিয়ে প্রস্তাব পাঠিয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোকে কর্পোরেট অনুদান বন্ধ করতে হবে। সমস্ত রাজনৈতিক দল রাষ্ট্রীয় তহবিল অর্থাৎ সরকার থেকে তহবিল পাবে। কিছু প্রয়োজনীয় জিনিসের উপর সরকারের ভর্তুকি থাকবে যাতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই প্রস্তাবগুলো বাস্তবায়িত করা সম্ভব হয়নি।