হঠাৎ বিপদ আসতে পারে, প্রাণ বাঁচাতে বাড়িতে রাখুন এই ৮ টি ওষুধ

Avatar

Updated on:

Emergency Medicines That Should Keep In Home

Medicines to Keep at Home : বেশিরভাগ শারীরিক সমস্যা তৈরি হয় গভীর রাতের দিকে। স্ট্রোক অথবা অন্য যে কোনও সমস্যা রাতের দিকে দেখা গেলে মানুষ স্বাভাবিকভাবেই অসহায় হয়ে পড়েন। অনেক সময় সঠিক চিকিৎসা করতেই দেরি হয়ে যায়, যার ফলে হারিয়ে যায় একটি প্রাণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু ওষুধ আছে সেগুলি যদি আপনি সবসময় আপনার বাড়িতে রেখে দেন তাহলে গভীর রাতে হানা দেওয়া বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি। আজ সেই ওষুধগুলির কথা বলা হবে, যেগুলি অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করবে আপনাকে।

Essential Medicines You Should Keep at Home

সিলভার সালফাডাইজিন ক্রিম (Silver Sulfadiazine Cream)

শরীরের কোথাও যদি হঠাৎ পুড়ে যায় সেক্ষেত্রে ১০ মিনিট অনবরত জল দেবেন প্রথমে। জল ঢালার পর এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি ব্যবহার করলে অনেকটা আরাম পাওয়া যায়।

প্রভিডিন ওয়েন্টমেন্ট (Providing Ointment)

এই ক্রিমটি একটি অ্যান্টিসেপটিক মলম। কোথাও কেটে গেলে অথবা ঘা শুকানোর জন্য আপনি অবশ্যই এটি ব্যবহার করতে পারেন। সাময়িকভাবে এটি আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবে।

ট্যাবলেট ড্রোটাভেরিন ৪০ এমজি (Tab drotaverine 40 mg)

পিরিয়ড চলাকালীন যে সমস্ত মহিলাদের পেটে ব্যথা হয়, তারা এই ওষুধটি খেতে পারেন। এছাড়াও অন্য কোনও কারণেও যদি পেটে ব্যথা হয়, সে ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা যায়।

প্যারাসিটামল ৬৫০ এমজি (Paracetamol 650 mg)

অনেক সময় রাতের দিকে জ্বর আসে অথবা গা হাত পা ব্যথা করে। সঠিক সময় ওষুধ না খেলে জ্বর একটি বিশাল আকার ধারণ করে। জ্বর থেকে মুক্তি পাবার জন্য তাই অবশ্যই বাড়িতে রেখে দেবেন প্যারাসিটামল ৬৫০ এমজি। এটি খেলে খুব তাড়াতাড়ি জ্বর নেমে যাবে গা থেকে।

অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট (Antihistamine Tablet)

গায়ে যদি হঠাৎ এলার্জি বেরোয় অথবা খুব চুলকানি হয়, সেক্ষেত্রে আপনি এই ওষুধটি খেতে পারেন। এলার্জি ছাড়াও যদি আপনার হালকা ঠান্ডা লেগে থাকে সে ক্ষেত্রেও এই ওষুধটি খেতে পারেন আপনি।

ওআরএস (ORS)

ঘন ঘন পটি হলে শরীর থেকে অনেকটা মিনারেল একসাথে বেরিয়ে যায়। শরীরে জলের ঘাটতি পূরণ করার জন্য তাই অবশ্যই খাওয়া উচিত ওআরএস। বাড়িতে অন্তত কয়েকটি ওআরএস- এর প্যাকেট অবশ্যই রেখে দেবেন।

ট্যাবলেট ওমেলরাজোল (Tab Omelrazole)

কারোর যদি অম্বল অথবা গ্যাস হয়ে যায় তাহলে এই ওষুধটি খাওয়া যায়। অম্বল বা গ্যাস থেকে যদি বুকে কষ্ট হয় তাহলে বিন্দুমাত্র দেরি না করে এই ওষুধটি খেয়ে নেবেন সঙ্গে সঙ্গে।

ট্যাবলেট অ্যাসপিরিন (Tab Aspirin)

যারা হার্টের রোগী তারা অবশ্যই এই ওষুধটি সবসময় সঙ্গে রেখে দেবেন। বুকে যদি কোনও চাপ অনুভব করে অথবা সেই ব্যথা যদি পিঠের দিকে বা মুখের চোয়ালের দিকে চলে যায় তাহলে বিন্দু মাত্র দেরি না করে ৩০০ এমজি অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে নেবেন সঙ্গে সঙ্গে।