১লা আগস্ট থেকে বদলে গেল FASTag -এর নিয়ম, এবার মানতে হবে নতুন নির্দেশ

১লা আগস্ট থেকে লাগু হচ্ছে ফাস্ট ট্যাগ সংক্রান্ত নতুন নিয়ম (FASTag New Guidelines)। কেওয়াইসি নিয়ে আরও কঠোর নিয়ম লাগু হচ্ছে এবার। এবার থেকে নতুন কেওয়াইসি আপডেট করাতে হবে গাড়ির মালিকদের। ১লা আগস্ট থেকে শুরু হয়ে যাবে সেই প্রক্রিয়া। এর জন্য সব গাড়ি চালক এবং ফাস্ট ট্যাগ প্রদানকারী সংস্থার কাছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশ পৌঁছে গিয়েছে।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, তিন থেকে পাঁচ বছর আগে যে সমস্ত ফাস্ট ট্যাগ জারি করেছিল ফাস্ট ট্যাগ প্রদানকারী সংস্থাগুলো, সেগুলো আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে কেওয়াইসি আপডেট করাতে হবে। ১লা আগস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। ২ মাস সময় পাওয়া যাবে কেওয়াইসি আপডেট করানোর জন্য।

FASTag
নতুন নির্দেশে বলা হয়েছে পাঁচ বছর বা তার বেশি পুরনো ফাস্ট ট্যাগ বদলে ফেলতে হবে। ফাস্ট ট্যাগের সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং চেসিস নম্বর লিঙ্ক করাতে হবে। গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে ফাস্ট ট্যাগের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আপডেট করে ফেলতে হবে। গাড়ির মালিক বা চালকের মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে।

আরও পড়ুন : গাড়িতে সবাইকেই লাগাতে হবে হাই সিকিউরিটি নম্বর! কীভাবে পাবেন জানুন

FASTag

আরও পড়ুন : FASTag থাকলেই হবে না, করতে হবে এই কাজ! নাহলেই দিতে হবে দ্বিগুণ জরিমানা

রাস্তায় যাতায়াতের সময় টোল ট্যাক্স কাটতে যাতে সুবিধা হয় তার জন্য ফাস্ট ট্যাগ পদ্ধতি চালু হয়েছে। ২০১৯ সালে চালু হয় এই নিয়ম। এই নিয়মের আওতায় গাড়ির কাঁচের সামনে ফাস্ট ট্যাগ বসাতে হবে। অনেক গাড়ির মালিক তা না করে নিজেদের পকেটে রেখে দেন সেই কার্ড। তবে নতুন নিয়মে সেটাও নিষিদ্ধ করা হয়েছে। এবার থেকে গাড়ির ঠিক সামনেই রাখতে হবে ফাস্ট ট্যাগ। দ্রুত টোল ট্যাক্স যাতে কাটা যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।