আম্বানির দিন শেষ! দেশের সবথেকে ধনী ব্যক্তি গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কত?

Gautam Adani Net Worth : ভারতের সব থেকে ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani), সম্প্রতি এমনটাই দাবি করেছেন ব্লুমবার্গ। মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেলে দিয়ে এগিয়ে গেছেন গৌতম। এই মুহূর্তে ভারতের এক নম্বর ধনী ব্যক্তি গৌতম আদানি ঠিক কত সম্পত্তির মালিক জানেন? কি করে হঠাৎ করেই বা বেড়ে গেল আদানির সম্পত্তির পরিমাণ?

কত নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি এবং গৌতম আদানি

এতদিন ধনী ব্যক্তির এগিয়ে ছিলেন মুকেশ আম্বানি। কিন্তু এবার রিলায়েন্স কর্মকর্তাকে পেছনে ফেলে এগিয়ে গেলেন আদানি গ্রুপের মালিক। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির তালিকায় ১২ নম্বরে রয়েছেন গৌতম আদানি। ঠিক তারপরেই রয়েছেন রিলায়েন্স কর্মকর্তা মুকেশ আম্বানি। মুকেশ রয়েছেন ১৩ নম্বর স্থানে।

গত বছরের বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন গৌতম আদানি

২০২৩ সালের গৌতম আদানি আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন। মার্কিন শর্ট সেলার ফার্মের একটি রিপোর্ট দাবি করা হয়েছিল, গৌতম আদানির সংস্থা শেয়ারের দামে কারচুপি করে। কোম্পানির লাভের খতিয়ানেও বেশকিছু গন্ডগোল আছে বলেই ওই রিপোর্টে দাবী করা হয়েছিল। রিপোর্টটি প্রকাশ্যে আসার পর থেকেই ব্যবসা জগত ছাড়াও তোলপাড় হয়েছিল ভারতের রাজনৈতিক মহল।

আদানির শেয়ারের মূল্য নেমে যায় ৬০%

গৌতম আদানিকে নিয়ে একপ্রকার কেন্দ্রীয় সরকার এবং বিরোধীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেআইনি ব্যবসার অভিযোগ তুলেছিল বিরোধীরা। নিশানা করেছিল মোদি সরকারকেও। বলাই বাহুল্য এক ধাক্কায় আদানির কোম্পানির শেয়ারের মূল্য ৬০% নেমে যায়।

আদানি সংস্থার তদন্ত ভার যায় SEBI এর ওপর

আদানির কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট সামনে আসার পর গৌতম আদানির সংস্থার তদন্তের সিদ্ধান্ত নিয়েছিলেন SEBI। যদিও এর মধ্যেই বিরোধীরা দাবি করেছিল যে তাদের গঠন করা যৌথ সংসদীয় কমিটি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করবে। এই দাবি কেন্দ্রের তরফ থেকে খারিজ করে দেওয়ার পর বিরোধীরা সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে গত সপ্তাহে সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, এই সংস্থার তদন্তের জন্য SEBI যথেষ্ট। আলাদা করে কোন কমিটি গঠন করার দরকার নেই।

আরও পড়ুন : এককালে মজা করেছে সবাই, আজ মুকেশ অম্বানিকে টেক্কা দিচ্ছেন এই ভারতীয় ব্যাবসায়ী

কী উঠে এলো SEBI এর রিপোর্টে?

ইতিমধ্যেই তদন্ত করে SEBI গৌতম আদানির বেশ কিছু সংস্থাকে ক্লিনচিট দিয়ে দিয়েছে। যদিও আরো দুটি বিষয় নিয়ে তদন্ত চলছে। তবে এই ক্লিনচিট ঘোষণা করার পরেই আবার বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে আদানির সংস্থার ওপর। গৌতম আদানির শেয়ার বাজারের মূল্য কয়েক ঘন্টার মধ্যেই চরচর করে বাড়তে শুরু করে, যা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে সকলের কাছে।

আরও পড়ুন : স্ত্রী ও বউমাকে বিশ্বের এই ৫টি বহুমুল্য গিফট দিয়েছেন মুকেশ আম্বানি, দাম শুনলে চমকে যাবেন

ঠিক কত সম্পত্তির মালিক গৌতম আদানি?

ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে গৌতম আদানি ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে বেশ কিছু সম্পদ পরীক্ষক সংস্থার দাবি অনুযায়ী, আদানি শেয়ারবাজারে ফের ঘুরে দাঁড়ালেও মুকেশ আম্বানির থেকে তার আর্থিক সম্পত্তির পরিমাণ বেশি নয়। এখনো সম্পত্তির দিক থেকে এগিয়ে রয়েছেন মুকেশ আম্বানিই।