আচমকাই বন্ধের মুখে গুগলের এই পরিষেবা! মাথায় হাত কোটি কোটি মানুষের

গুগল ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য VPN পরিষেবা চালু করেছিল গুগল ওয়ান। আজ থেকে ৪ বছর আগে চালু করা এই পরিষেবা এবার বন্ধ হতে বসেছে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু ইউজারদের মধ্যে আর তেমন চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না তাই এবার VPN পরিষেবা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

Google VPN পরিষেবা কী?

২০২০ সালে গুগল ওয়ান সার্ভিসের মাধ্যমে VPN পরিষেবা চালু করেছিল। অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক এবং উইন্ডোজে এই পরিষেবা ব্যবহার করা যেত। প্রথমে এই পরিষেবা পেতে গেলে এক মাসের সাবস্ক্রিপশন পিছু ৯.৯৯ ডলার খরচ করতে হত। কিন্তু গুগল ব্যবহারকারীদের মধ্যে VPN নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি।

VPN পরিষেবার মাধ্যমে গুগল ব্যবহারকারীদের অনলাইনে কিছুটা সুরক্ষা প্রদান করা হয়। এতে Google ইউজারদের ডেটা সুরক্ষিত থাকে বলে দাবি করে কর্তৃপক্ষ। যদিও ইউজাররা এই VPN পরিষেবা নিয়ে শুরু থেকেই তেমন আগ্রহী ছিলেন না। এমনকি নামমাত্র মূল্যে সাবস্ক্রিপশন খরচ রেখেও লাভ হয়নি।

আরও পড়ুন : আর টাকা তোলা যাবে না পুরনো এই পদ্ধতিতে! গ্রাহকদের নতুন নির্দেশ দিল RBI

পরবর্তী সময়ে ইউজারের সংখ্যা বাড়াতে সাবস্ক্রিপশনের খরচ কমিয়ে ১.৯৯ ডলার করা হয়েছিল। গত বছরের মার্চ মাসেই কমানো হয়েছিল সাবস্ক্রিপশনের খরচ। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। শেষমেষ গুগল এই পরিষেবা বন্ধই করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। 9to5Google সংস্থার তরফ থেকে এই আপডেট জানানো হয়েছে।

আরও পড়ুন : Paytm -এর পর এবার নজরে Google Pay, Phone Pe! বড় পদক্ষেপ নিল কেন্দ্র

কবে বন্ধ হবে Google VPN পরিষেবা?

কবে এই পরিষেবা গুগল পাকাপাকিভাবে বন্ধ করবে সেটা এখনো জানানো হয়নি। তবে যতদূর জানা যাচ্ছে এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে গুগলের VPN পরিষেবা বন্ধ হয়ে যাবে।