বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই স্মার্টফোন ব্যবহার করছেন। স্মার্টফোন যেমন অনেক উপকার করছে তেমনই এর থেকে ভয়ংকর কিছু ক্ষতির আশংকাও আছে। সাইবার অপরাধীরা এমন কিছু অ্যাপ বানাচ্ছে যেগুলো আপনার ফোনে থাকা দরকারী গোপনীয় ডাটা চুরি করে নেয়। এটা আটকাবেন কীভাবে? তা জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন।
আপনার ফোনে কোনও ক্ষতিকারক অ্যাপ আছে কিনা বা আপনার ফোনে ভাইরাস আছে কিনা তা জানার জন্য আপনি প্লে স্টোরের সাহায্য নিতে পারেন। কারণ এতে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাকে আগেই সতর্ক করে দেবে। মাত্র ২ মিনিটেই আপনি জানতে পারবেন আপনার ফোনে ভাইরাস আছে কিনা।
গুগল প্লে স্টোরে প্লে প্রটেক্ট নামের একটি ফিচার রয়েছে। গুগল ইউজারদের ক্ষতিকারক অ্যাপগুলো থেকে রক্ষা করবে এই ব্যবস্থা। এই প্লে প্রটেক্টের মাধ্যমে আপনার গোটা স্মার্টফোন স্ক্যান করা যাবে। যে কোনও ক্ষতিকারক অ্যাপ থাকলে সঙ্গে সঙ্গে তা ধরা পড়বে। কীভাবে প্লে প্রটেক্টের মাধ্যমে স্মার্টফোন স্ক্যান করবেন? জেনে নিন।
গুগল প্লে স্টোর ওপেন করুন প্রথমে। তারপর উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। এবার প্লে প্রটেক্ট অপশন পাবেন মেনু সেকশনে। ওই অপশনে ক্লিক করা মাত্র স্ক্যানিং শুরু হবে। এই স্ক্যানের মাধ্যমে আপনার ফোনে কোনও ক্ষতিকারক অ্যাপ কিংবা ভাইরাস আছে কিনা খতিয়ে দেখা হবে। যদি কোনও ক্ষতিকারক কিছু না থাকে তাহলে সবুজ রঙে লেখা ফুটে উঠবে, No Harmful Apps Found।
আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ফোন থেকে কীভাবে Google Pay, PhonePe, Paytm অ্যাকাউন্ট ডিলিট করার উপায়
একইভাবে যদি ভাইরাস থাকে তাহলে সেই তথ্য আপনার স্ক্রিনে ফুটে উঠবে। এভাবে আপনি ফোনের হেলথ চেকআপ করতে পারবেন খুব সহজেই। নিয়মিত চেক করলে আপনার ফোনের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার সমস্ত গোপন তথ্য নিরাপদ থাকবে।