বদলে গেল ১১ বছরের নিয়ম, এবার নতুন নিয়মে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা

Riya Chatterjee

Published on:

Higher Secondary Exam Rules Changed By WBCHSE From 2024-2025 Educational Year

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছু মাস আগে। ছাত্র-ছাত্রীরা এখন ফল প্রকাশের অপেক্ষা করছেন। অন্যদিকে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন ‌ তাদের প্রস্তুতি এখন তুঙ্গে। কারণ এই বছর থেকেই যে লাগু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন।

কী কী বদল এল উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে?

দীর্ঘ প্রায় ১১ বছর পর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নিয়ম বদলালো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা WBCHSE -এর তরফ থেকে উচ্চ মাধ্যমিকের নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের জন্য প্রশ্নপত্রের প্যাটার্ন ৩ ভাগে ভাগ করা হবে। প্রশ্ন সহজ, কঠিন এবং আরও কঠিন এই তিন ভাগে ভাগ করা হবে।

  • ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেন। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ মিলিয়ে তারা ৪ টি পরীক্ষা দেবেন।
  • একাদশ শ্রেণির দুটো সেমিস্টারের পরীক্ষা স্কুল নেবে। দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টারের পরীক্ষা সংসদ নেবে।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা পদ্ধতি উঠে যাবে।
  • একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের পরীক্ষাতে ৩০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
  • থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আলাদা আলাদাভাবে ৩০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।

আরও পড়ুন : কবে বের হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? এলো বড় আপডেট

  • একাদশ শ্রেণির প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে যথাক্রমে নভেম্বর এবং মার্চ মাসে। দ্বাদশ শ্রেণির তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষাও যথাক্রমে পরের বছর নভেম্বর এবং মার্চ মাসে হবে।
  • প্র্যাকটিকাল পরীক্ষাতে ৭০ -এর মধ্যে ২১ এবং থিওরি পরীক্ষাতে ৮০ -এর মধ্যে ২৪ নম্বর পেতে হবে পাশ করার জন্য।

আরও পড়ুন : কোথায় ও কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হবে?

প্রথমদিকের প্রশ্নগুলো MCQ টাইপের হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্রে ৫০ শতাংশ প্রশ্ন সহজ করা হবে। বাকি ৫০ শতাংশের মধ্যে ৩০ শতাংশ কিছুটা কঠিন হবে। বাকি ২০ শতাংশ আরও বেশি কঠিন হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এমন কথা।