বিনামূল্যে বিদ্যুৎ থেকে সস্তায় বাড়ি! নতুন বাজেটে আপনাকে এই ১২টি সুবিধা দিল কেন্দ্র সরকার

Budget 2024 : গতকাল অর্থাৎ ৩১ শে জানুয়ারি শুরু হয়েছিল বাজেট অধিবেশন। আজ অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট পেশ করা হয়েছে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে। ভোটের ঠিক আগেই কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে তাই বাজেটে দেশবাসীদের উদ্দেশ্যে দেওয়া হলো এই ১২ টি উপহার। কী কী সেই উপহার? এই উপহার পেয়ে কতটাই বা খুশি হবে দেশবাসী? দেখে নেওয়া যাক একঝলক (Budget 2024 Highlights)।

কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট ২০২৪ একঝলকে

ক্ষুদ্র করদাতাদের স্বস্তি

১) ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে কর ছাড় নিয়ে কোনও রকম ঘোষণা করা হয়নি। এর অর্থ হল, আগের মতই থাকবে কর ব্যবস্থা। তবে ক্ষুদ্র করদাতাদের স্বস্তি দিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ২৫ হাজার টাকা পর্যন্ত বকেয়া আয়কর চাহিদা প্রত্যাহার করা হবে আগামী দিনে, যার ফলে উপকৃত হবেন প্রায় ১ কোটি ক্ষুদ্র করদাতা।

রেল প্রকল্পে উন্নয়ন

২) অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী দিনে সাধারণ ট্রেনের ৪০ হাজার কোচ বন্দে ভারতে এক্সপ্রেস ট্রেনের কোচের মত স্ট্যান্ডারে রূপান্তরিত করা হবে। বন্দে ভারত এক্সপ্রেসের মতই নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ প্রদান করা হবে সাধারণ ট্রেনে। এর পাশাপাশি মেট্রো রেল প্রকল্পেও কিছু উন্নয়ন আনা হবে এবং নমো ভারত প্রকল্পকে ছড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষের বিভিন্ন শহরে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের সামনে প্রতিষ্ঠা করা হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।

রেল করিডর

৩) চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে দেশের পরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য ৪ টি রেল করিডর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে শক্তি করিডর, খনিজ করিডর, সিমেন্ট করিডর এবং পোর্ট করিডর। পরিবহন ব্যবস্থাকে উন্নত করলে সার্বিকভাবে দেশের উন্নতি হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।

লাখপতি দিদি

৪) দেশের মহিলাদের উদ্দেশ্যেও নির্মলা সীতা রমন করেছেন একটি বড় ঘোষণা। ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ন’ কোটি মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা হবে আগামী দিনে। এছাড়াও লাখপতি দিদির আওতায় ২ কোটি মহিলার পরিবর্তে যুক্ত করা হবে ৩ কোটি মহিলাদের।

বিনামূল্যে বিদ্যুৎ

৫) আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হবে। এই সৌর প্যানেল বসালে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। এছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত আয়ের ব্যবস্থাও থাকবে কেন্দ্রের সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা

৬) প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের সংখ্যা এই মুহূর্তে রয়েছে ১১ কোটি। এই সংখ্যা যাতে আগামী দিনে আরো বাড়ানো যায়, সেদিকে নজর দেওয়া হবে। ইতিমধ্যেই ৪ কোটি কৃষকদের শস্য সংক্রান্ত বীমার সুযোগ সুবিধা দেওয়া হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

মেডিকেল পড়ুয়াদের জন্য মেডিকেল কলেজ

৭) মেডিকেল পড়ুয়াদের ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য আগামী দিনে আরো বেশ কিছু মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও ৯ থেকে ১৪ বছর বয়সে মহিলাদের সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে দেওয়া হবে ভ্যাকসিন।

আবাস যোজনা প্রকল্পে নতুন বাড়ি

৮) আগামী পাঁচ বছরে গ্রামীণ এলাকায় ২ কোটি নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এই কাজ করা হবে।

২০২৪-২৫ অর্থ বর্ষে বিনিয়োগ

৯) ২০২৪-২৫ অর্থ বর্ষে বিনিয়োগের পরিকাঠামো ক্ষেত্রে প্রদান করা হবে ১১ লক্ষ ১১ হাজার কোটি টাকা। প্রাইভেট সেক্টরে গবেষণা এবং উন্নয়নের জন্য ১ লক্ষ কোটির কর্পাস দীর্ঘকালীন ফিনান্সিয়ের কম সুদে অথবা সুদ ছাড়া প্রদান করা হবে।

আরও পড়ুন : এক লাফে বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম! বাজেটের দিনই ঝটকা LPG -এর দামে

ই-বাস ও বায়ো পণ্য উৎপাদন

১০) আগামী দিনে সবুজ শক্তি রক্ষা করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে। পাবলিক ট্রান্সপোর্ট এর জন্য ই-বাস থেকে শুরু করে বায়ো পণ্য উৎপাদনের জন্য চালু করা হবে নতুন প্রকল্প।

পর্যটন পরিকাঠামোর বিকাশ

১১) দেশের পর্যটন শিল্পকে আরো উন্নত করার জন্য বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে কেন্দ্রের তরফ থেকে। বিশ্বব্যাপী আইকনিক পর্যটন কেন্দ্র গুলির ব্র্যান্ডিং এবং বিপণন বিকাশের জন্য রাজ্যগুলিকে যেমন উৎসাহিত করা হবে তেমন অন্যদিকে লাক্ষাদ্বীপের মতো দ্বীপগুলিতে আনা হবে পরিকাঠামো গত পরিবর্তন।

আরও পড়ুন : নতুন বাজেটে কী কী সস্তা হল বাজারে? দাম বাড়লো কোন কোন জিনিসের?

১২) আগামী দিনে কম সুদের হারে অথবা কোনও রকম সুদ ছাড়া আর্থিক সাহায্য দেওয়ার জন্য একটি নতুন প্রকল্প চালু করবে সরকার। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ রাখবে ১ লক্ষ কোটি টাকা। বেসরকারি ক্ষেত্রগুলিকে গবেষণার জন্য সাহায্য করবে এই প্রকল্প