Multiple Bank Account : বর্তমান সময়ে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অফিস কর্মী, কৃষক, গৃহবধূ প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আবার বিভিন্ন প্রয়োজনে একই ব্যক্তিকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও হয়। তবে যাদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ভবিষ্যতে তারা কি কোনও সমস্যায় পড়তে পারেন? এক ব্যক্তি ঠিক কতগুলি অ্যাকাউন্ট নিজের নামে খুলতে পারবেন? একাধিক ব্যাঙ্ক একাউন্ট রাখতে গেলে কী কী বিষয়ে মাথায় রাখা উচিত? দেখুন এক নজরে।
ব্যাঙ্কে কত রকমের অ্যাকাউন্ট হয়?
বর্তমানে ব্যাঙ্কে প্রয়োজনের ভিত্তিতে একাধিক খাতে একাধিক অ্যাকাউন্ট হয়। যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স একাউন্ট, মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট ইত্যাদি।
একজন ব্যক্তি কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারে?
বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলেন। তবে এতে কোনও সমস্যা নেই। একজন ব্যক্তি যতখুশি অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে RBI -এর কোনও নির্দিষ্ট নিয়ম নেই। ২, ৪, ৫, ১০, যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন নিজের নামে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু নির্দিষ্ট বিষয়। নয়তো সমস্যায় পড়বেন।
একাধিক অ্যাকাউন্ট রাখলে কি কি সমস্যা?
নূন্যতম ব্যালেন্স
একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু খুলে রাখলেই হবে না। তাতে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। নয়তো ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্কে লেনদেন করতে হবে। নয়তো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তখন আবার আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করতে হবে।
প্রতারণা
বর্তমানে সাইবার জালিয়াতির হার ক্রমশ বাড়ছে। ফোনে প্রতারকদের ভুয়ো কল, ইমেইল বা মেসেজ আসে। সাবধান না হলে আপনার অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে সব টাকা তুলে নিতে পারে হ্যাকাররা।
আরও পড়ুন : ১লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন নতুন নিয়ম
সিবিল স্কোর
যদি আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নূন্যতম ব্যালেন্স বজায় না রাখেন সেক্ষেত্রে আপনার জরিমানা হবে। যদি আপনি জরিমানাও না দেন সেক্ষেত্রে আপনার সিবিল স্কোরের উপর খারাপ প্রভাব পড়বে।
আরও পড়ুন : কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?
ব্যাঙ্ক চার্জ
বর্তমানে প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণের জন্য নূন্যতম চার্জ দিতে হয়। এর জন্য বছরে একবার ব্যাঙ্ক চার্জ নেয় গ্রাহকদের থেকে। আপনার যত বেশি অ্যাকাউন্ট থাকবে ততই আপনাকে বেশি চার্জ দিতে হবে।