একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?

Credit Card : একদিকে যেমন বেড়েছে জিনিসপত্রের দাম, অন্যদিকে বেড়েছে কেনাকাটায় ঝোঁক। কারণ এখন কেনাকাটার পর লেনদেনের প্রক্রিয়া সহজ করে দিয়েছে ক্রেডিট কার্ড (Credit Card)। হাতে টাকা না থাকলেও আপনি যেকোনো পছন্দের জিনিস কিনে নিতে পারেন ক্রেডিট কার্ড এর মধ্যে দিয়ে। তাই এই সুযোগগুলো ভোগ করতে এক একটি মানুষ একাধিক কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কী জানেন যে ভারতে একজন ব্যক্তির কটা ক্রেডিট কার্ড থাকতে পারে? এছাড়া একের বেশি ক্রেডিট কার্ড থাকার সুবিধা ও অসুবিধা কী রয়েছে? চলুন জেনে নিই।

একাধিক ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা:

ব্যয় করতে পারবেন বেশি টাকা

আপনার কাছে যত বেশি ক্রেডিট কার্ড থাকবে তত আপনারা ক্রেডিট সীমা বৃদ্ধি পাবে। এরফলে আপনি অতিরিক্ত ব্যয় করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনি অনেক বেশি টাকা দিয়ে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন।

CREDIT CARD

ব্যালেন্স ট্রান্সফার সুবিধা

ধরুন আপনার কাছে একাধিক ক্রেডিট কার্ড আছে। সেখান থেকে একটি কার্ড দিয়ে আপনি খরচ করলেন। এরপর যদি পরবর্তীতে সেই কার্ড এর খরচ করা বিল আপনার পরিশোধ করতে সমস্যা হয়, তখন আপনি অন্য একটি কার্ড থেকে সেই কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করে তখনকার মত টাকা পেমেন্ট করতে পারবেন।

বিভিন্ন ক্রেডিট কার্ড বিভিন্ন বৈশিষ্ট্য

ক্রেডিট কার্ডের ক্যাটাগরী বিভিন্ন রকমের হয়। ট্র্যাভেল ক্রেডিট কার্ড, রিওয়ার্ড কার্ড৷ অর্থাৎ আপনি শুধু বেড়াতে যাওয়ার জন্য ট্র্যাভেল ক্রেডিট কার্ড ব্যাবহার করতে পারবেন। এটি বেশি সুযোগ সুবিধা পাবেন। আবার কেনা কাটার জন্য ব্যাবহার করতে পারবেন শুধু রিওয়ার্ড কার্ড।

CREDIT CARD

একাধিক ক্রেডিট কার্ড থাকার অসুবিধা:

ঋণ গ্রস্ত হয়ে পড়তে পারেন

একাধিক ক্রেডিট কার্ড থাকার ফলে আপনার ক্রেডিট সীমা যদি বৃদ্ধি হয়, তবে আপনি সেগুলিকে বেপরোয়াভাবে ব্যবহার করতে শুরু করলে কিন্তু লোনের ফাঁদে পড়তে পারেন। যার ফলে আপনার আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে।

আরও পড়ুন : জাতীয় সড়কের মাইল ফলকের আলাদা আলাদা রং হয় কেন? এই রং এর মানে কী?

ক্রেডিট কার্ডের ফি

বেশিরভাগ ক্রেডিট কার্ডেই বার্ষিক ফি, বিলম্বে ঋণ দেওয়ার ফি, নগদ অগ্রিম ফি, পুরষ্কার রিডেমশন ফি ইত্যাদি দিতে হয়। তাই যত বেশি কার্ড থাকবে ততই ফি দেওয়ার ক্ষেত্রে ঝামেলা থাকবে। আর এটি একটি বাড়তি খরচও।

আরও পড়ুন : ইন্টারনেটে এক মিনিটে কী কী ঘটে?

CREDIT CARD

আরও পড়ুন : শরীরের কোথায় তিল থাকলে বড়লোক হয়? কোথায় কোথায় তিল থাকা ভাল?

একজন লোকের কাছে সর্বোচ্চ কটি ক্রেডিট কার্ড থাকা প্রয়োজন

একজন ব্যক্তির কাছে সর্বোচ্চ কটি ক্রেডিট কার্ড থাকতে পারে সে বিষয়ে ভারতে এমন কোনও সীমা নেই৷ যে কোনও ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী, যত খুশি ক্রেডিট কার্ড রাখতে পারেন। তবে বিশেষজ্ঞদের মতে, একটা মানুষের তিনটের বেশি ক্রেডিট কার্ড ব্যাবহার করা উচিত নয়। কিন্তু যারা বিষয়টি সব নিয়ম মেনে হ্যান্ডেল করতে পারেন তাদের জন্য তার থেকেও বেশি ক্রেডিট কার্ড ব্যবহার কোনো ব্যাপার নয়।

আরও পড়ুন : ভারতীয় রেল সম্পর্কে অজানা কিছু তথ্য, যা আপনি জানেন না