কত আসনে জিতবে BJP? কত আসন পাবে NDA? নির্বাচনের আগেই প্রকাশ্যে সমীক্ষার ফলাফল

Lok Sabha Election 2024 : হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ঘোষণা হয়ে যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিনক্ষণ। এই মুহূর্তে অন্তিম লগ্নের প্রস্তুতিতে ব্যস্ত প্রত্যেক শিবির। এর মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একটি ভবিষ্যদ্বানী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বললেন তিনি ? জানুন।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার হবেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপিকে হারানোর জন্য বিরোধীরা একজোট হলেও সেই জোট এখন ভাঙার মুখে। একদিকে যেমন জোটের অন্যতম মুখ নীতিশ কুমার এনডিএ (NDA) – তে যোগ দিয়েছেন তেমন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব একলা চলাই ভালো বলে মনে করছেন।

লোকসভা নির্বাচনের আগে বিজেপির মাস্টারস্ট্রোক

লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন যে বিজেপির অন্যতম মাস্টারস্ট্রোক, সেটাও মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এটি মোটামুটি স্পষ্ট হয়ে গেলেও তারা কত আসন পাবে এই মুহূর্তে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এবার এই প্রসঙ্গেই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভা নির্বাচনে কত আসন পাবে NDA ও BJP?

গত সোমবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, এবার এনডিএ জোট ৪০০র বেশি আসন পাবে। বিজেপি একাই পাবে ৩৭০ টির বেশি আসন। তবে শুধু ভবিষ্যৎবাণী করেই ক্ষান্ত হয়নি তিনি, নিশানা করেছেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকেও।

আরও পড়ুন : ২০২৪ লোকসভা ভোটে জিতবে কে? কে হবেন প্রধানমন্ত্রী? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

INDIA জোট প্রসঙ্গে নরেন্দ্র মোদির বক্তব্য

মোদি বলেন, মোদি সরকার যাই ঘোষণা করুন না কেন তাতেই অসুবিধা হয়ে যায় কংগ্রেসের। কংগ্রেস এটা বুঝতে পারে না, সরকার যে ঘোষণা গুলি করে তা দেশের ভালোর জন্য হয়। এতে আপত্তি জানিয়ে কোনও লাভ হবে না। মমতার উদ্দেশ্যে তিনি বলেন, অন্যদিকে কেউ কেউ তো আবার জোট বাঁধার পরেও ‘একলা চলো রে’ বলে আলাদাই হাঁটা শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন : ২০২৪ লোকসভা নির্বাচন লড়তে পারবেন না BJP -র এই সদস্যরা, ফাঁস ব্লু প্রিন্ট

প্রসঙ্গত, এক ভোট এক দেশ নিয়ে দিল্লিতে মিটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহূর্তে রাজ্য বাজেটের কথা বলে তিনি সেই সফর বাতিল করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সফরে যাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ঠিক আগে এত গুরুত্বপূর্ণ সময়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল নিয়েও তৈরি হয়েছে জল্পনা কল্পনা।