SIM Card Rules : একাধিক সিম কার্ড আছে? এই নিয়ম না জানলেই ২ লাখ টাকা জরিমানা সহ জেল

বর্তমান যুগে একটি সিমকার্ড দিয়ে আর কাজ চলে না। একাধিক ফোনে একাধিক সিম কার্ড কিংবা একটি করে একাধিক সিম কার্ড রাখাই দস্তুর। কিন্তু জানেন কি আপনি চাইলেই একাধিক সিম কার্ড রাখতে পারবেন না? কোন ব্যক্তির নামে যদি একাধিক সিমকার্ড থাকে তাহলে তাকে আইনি জটিলতায় জড়াতে হতে পারে। এই সংক্রান্ত ঠিক কী কী নিয়ম রয়েছে? জেনে নিন।

২০২৩ সালের টেলিকমিউনিকেশন আইন অনুসারে এক ব্যক্তি সর্বাধিক কয়টি সিম কার্ড নিজের নামে রাখতে পারবেন তার একটা নির্দেশিকা রয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে তার জেল এবং জরিমানা দুইই হতে পারে। জরিমানা অংকটা দু লাখ টাকা পর্যন্ত হতে পারে। ভারতে এই সিমকার্ড নিয়ে কড়া নিয়ম চালু হয়েছে গত বছর থেকে।

SIM CARD

ভারতে ব্যক্তিপিছু বৈধ সিম কার্ড রাখার সংখ্যা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হতে পারে এখন। ভারতের উত্তর-পূর্বাঞ্চল, আসাম, জম্মু ও কাশ্মীরে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়। এই এলাকার মানুষেরা সর্বাধিক ছয়টি সিম কার্ড নিজের কাছে রাখতে পারবেন। তার বেশি নয়। অন্যান্য জায়গার জন্য সংখ্যাটা ৯ টি।  আসলে জালিয়াতি এবং অন্যান্য অপরাধমূলক কাজ ঠেকানোর জন্য সরকার এই কঠোর ব্যবস্থা নিয়েছে।

আইন অনুসারে যদি কেউ বৈধ সীমার বাইরে নিজের কাছে অতিরিক্ত সিম কার্ড রাখতে চান তাহলে প্রথমে তার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। কিন্তু পরবর্তী দিনে একই কাজ দ্বিতীয় বার করলে অর্থাৎ দ্বিতীয়বার নিয়ম ভাঙলে তার জরিমানা হবে দুই লক্ষ টাকা। অবৈধভাবে সিমকার্ড যদি কেউ নিজের কাছে রাখতে চান তাহলে তার তিন বছর জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটোই হতে পারে।

SIM CARD

আসলে একাধিক সিম কার্ড তুলে প্রতারণামূলক কাজের সঙ্গে জড়িত থাকছেন অনেকে। অনলাইনে ফ্রডের সংখ্যা বাড়ছে। যদি কোনও ব্যক্তি প্রতারণামূলক কাজের জন্য অন্য নাম ব্যবহার করে সিম কার্ড সংগ্রহ করেন তাহলে সেটাও দণ্ডনীয় অপরাধ। টেলিকমিউনিকেশন বিভাগ কোনও ব্যক্তির নামে কতগুলো সিম রেজিস্টার করা আছে তা পরীক্ষা করার জন্য পোর্টাল খুলেছে। এই পোর্টাল নিয়মিত পরীক্ষা এবং যাচাইয়ের মাধ্যমে প্রতারণা সংক্রান্ত অপরাধ সাইবার অপরাধ এবং অন্যান্য অপরাধমূলক কাজ অনেকটাই নিয়ন্ত্রনে আনা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ১৫০ টাকার কমের প্ল্যানে ১২ OTT সাবস্ক্রিপশন বিনামূল্যে! ধামাকা অফার নিয়ে হাজির Jio

SIM CARD

আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি

আপনার নামে কতগুলো সিম কার্ড রেজিস্টার করা আছে কীভাবে বুঝবেন? এর জন্য আপনাকে সঞ্চার সাথী পোর্টালে যেতে হবে। তারপর হোম পেজে উপযুক্ত বিকল্পগুলোর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। নিজের মোবাইল সংযোগ দেখার জন্য প্রয়োজনীয় বিকল্পে ক্লিক করতে হবে। নতুন পেজে নিজের দশ সংখ্যার ফোন নাম্বার লিখতে হবে। ক্যাপচা কোড দিতে হবে। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি সাবমিট করলে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা সব সিম কার্ডের নম্বর দেখানো হবে নতুন পেজে।