How Much Liquor Can You Keep At Home in West Bengal : উৎসব-অনুষ্ঠানে সূরাপ্রেমী মানুষদের আবার একটু মদ না হলে ঠিক জমে না। সামনেই হোলি উৎসব। তারপর আবার আসছে ভোট। এই সময় মদের দোকানে উপচে পড়বে ভিড়। অনেকে আবার স্টক আউট কিংবা দোকান বন্ধের সমস্যা এড়াতে বাড়িতেই খানিকটা মদ কিনে মজুদ করে রাখতে চাইবেন। বাড়িতে ঠিক কতটা মদ মজুত রাখা যায় জানেন? জানুন নয়তো পড়বেন বিপদে।
বাড়িতে কতটা মদ রাখা যায়?
বিভিন্ন রাজ্যে বাড়িতে মদ রাখা নিয়ে আলাদা আলাদা নিয়ম রয়েছে। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের নিয়ম জানুন।
- ২১ বছর বয়সী একজন ব্যক্তি নিজের জিম্মায় ভারতে উৎপাদিত বিদেশি মদের ৭৫০ মিলিলিটারের ৬ টি বোতল রাখতে পারবেন।
- বিয়ারের ১৮টি বোতল বাড়িতে রাখা যেতে পারে।
- দেশি মদ হলে ১২ লিটার পর্যন্ত বাড়িতে রাখা যাবে।
- কোনও খুচরো বিক্রেতা ১২ লিটারের বেশি দেশি মদ ক্রেতাকে বিক্রি করতে পারবেন না।
- বিদেশি মদের ক্ষেত্রে যত খুশি বোতল রাখা যেতে পারে। তবে তা কেবল নিজের ব্যবহারের জন্য, বিক্রি করা যাবে না।
- খুচরো বিক্রেতা ক্রেতাকে সর্বাধিক ৩৬ লিটারের বিদেশী মদ বিক্রি করতে পারবেন।
নিয়ম অমান্য করলে কী শাস্তি হতে পারে?
আবগারি দপ্তরের এই নিয়ম অমান্য করলে কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে।
- কোনও জায়গাতে নিয়ম ভঙ্গ হচ্ছে জানতে পারলে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাতে পারেন আধিকারিকরা।
- ওয়েস্ট বেঙ্গল এক্সসাইজ অ্যাক্ট ১৯০৯ অনুসারে এক্ষেত্রে অভিযুক্তের জেল এবং জরিমানা দুটোই হতে পারে।
- অনুমোদনের থেকে বেশি মদ বাড়িতে মজুত রাখলে সর্বোচ্চ ৩ বছরের জেল হতে পারে।
- জরিমানা করা হতে পারে ১ লাখ টাকা পর্যন্ত।