ভক্তরা কত টাকা দিলেন রাম মন্দিরে? ১১ ব্যাঙ্ককর্মীও গুনে শেষ করতে পারছে না! 

Avatar

Published on:

How Much Money Donated To Ayodhya Ram Mandir In 11 Days

Ram Mandir Donation : গত ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের মাধ্যমে প্রায় ৫০০ বছর পর অযোধ্যায় ফিরে এলেন ভগবান শ্রীরাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্দির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনের ঠিক পরদিন থেকেই দেশবাসীর জন্য খুলে দেওয়া হয় রাম মন্দিরের দরজা। প্রথম দিন থেকেই অনুদান আসতে শুরু করে মন্দিরের তাহবিলে। উদ্বোধনের ১১ দিন পর তহবিলে জমা পরলো ঠিক কত টাকা? জানেন এই টাকা গোনার দায়িত্বে রয়েছেন কারা?

২২শে জানুয়ারি তারিখটি লেখা থাকবে স্বর্ণাক্ষরে

বিগত বেশ কিছু বছরের টানা পোড়েন, মামলা মোকদ্দমার পর অবশেষে অযোধ্যায় ফের প্রতিষ্ঠা করা হয়েছে রাম মন্দির। গত ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে রামলালার মূর্তির। এইদিন ছিল সারা ভারতবর্ষের মানুষের কাছে একটি গর্বের দিন। এক কথায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দিনটি।

প্রথম ৩ দিনে কত টাকা জমা পড়েছিল রাম মন্দিরের তহবিলে?

উদ্বোধনের ঠিক পরদিন থেকেই বালক রামের দর্শনের জন্য সারা ভারতবর্ষ থেকে ভক্তদের সমাগম হয় অযোধ্যায়। প্রথম ৩ দিনেই প্রায় ৩ কোটি টাকা জমা পড়েছিল মন্দিরের তহবিলে। উদ্বোধনের পর থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২৫ লক্ষ ভক্তদের সমাগম হয়েছিল রাম মন্দিরে। এই ১১ দিনে যে পরিমাণ অর্থ মন্দিরের তহবিলে জমা পড়েছে তা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।

গড়ে ১ কোটি টাকা করে অনুদান এসেছে প্রতিদিন

হিসেব অনুযায়ী, প্রথম ১১ দিনে মোট ১১ কোটি টাকারও বেশি দান জমা পড়েছে মন্দিরের প্রণামী বাক্সে। হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন ১ কোটি টাকা করে মন্দিরের তহবিলে জমা পড়েছে। তবে শুধু মন্দির উদ্বোধনের পর নয়, মন্দির উদ্বোধনের আগেও সারা দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা অনুদান এসেছিল মন্দির উদ্বোধনের জন্য। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, সকলেই মন্দির তৈরীর স্বার্থে দান করেছিলেন।

আরও পড়ুন : কত কেজি সোনা পেলেন রামলালা? দাম শুনলে আঁতকে উঠবেন

৪ টি প্রণামী বাক্স ছাড়াও রয়েছে ১০ টি কম্পিউটারাইজড কাউন্টার

রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত জানিয়েছেন, বালক রামের দর্শন পথে মোট ৪ টি প্রণামী বাক্স রাখা হয়েছে। প্রণামী বাক্সের পাশাপাশি ১০ টি কম্পিউটারাইজড কাউন্টার রয়েছে যেখানে ভক্তরা অনুদান করতে পারবেন। আলাদা আলাদা গেটে আলাদা আলাদা প্রণামী বাক্স রাখা হয়েছে যাতে মানুষের কোনও অসুবিধা না হয়।

আরও পড়ুন : রামলালাকে কী উপহার দিলেন মুকেশ আম্বানি? শুনলে তাক লেগে যাবে

তিনি আরো জানিয়েছেন, কাউন্টারে নিযুক্ত কর্মীরা প্রতিদিন সন্ধের পর দানের টাকা ট্রাস্ট অফিসে জমা করে দেন। এই বিপুল অর্থ গোনার জন্য নিয়োগ করা হয়েছে মোট ১১ জন ব্যাংক কর্মীকে। এছাড়াও সেখানে উপস্থিত থাকেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য। পুরোটাই চলে সিসিটিভি ক্যামেরার তত্ত্বাবধানে। দান হিসাবে নগদের পরিমাণ বেশি থাকলেও অনলাইন বা চেকের মাধ্যমেও দান আসে মন্দিরের জন্য।